এ এইচ সালাহউদ্দিন মাহমুদ

বাংলাদেশী রাজনীতিবিদ

এ এইচ সালাহউদ্দিন মাহমুদ হলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সাবেক সাংসদ। তিনি ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।[][][]

এ এইচ সালাহউদ্দিন মাহমুদ
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮৬ – ১৯৯০
পূর্বসূরীমাহমুদুল করিম চৌধুরী
উত্তরসূরীএনামুল হক মঞ্জু
ব্যক্তিগত বিবরণ
জন্মকক্সবাজার
রাজনৈতিক দলজাতীয় পার্টি (এরশাদ)
জাতীয় পার্টি (মঞ্জু)
জীবিকাব্যবসা, রাজনীতি

এ এইচ সালাহউদ্দিন মাহমুদ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের গোলাম কাদের ডেপুটি পরিবারে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

এ এইচ সালাহউদ্দিন মাহমুদ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে বিএলএফ কক্সবাজার জেলার কমন্ডার ছিলেন। হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি গঠিত হলে তিনি ১৯৮৬ সালে যোগ দেন জাতীয় পার্টিতে এবং কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি চকরিয়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হন। তখন উপমন্ত্রীর মর্যদায় জেলা পরিষদ চেয়ারম্যান পদ সৃষ্টি হলে কক্সবাজার জেলার প্রথম জেলা পরিষদ চেয়ারম্যান মনোনীত হন তিনি। বর্তমানে তিনি জাতীয় পার্টি (মঞ্জু) এর প্রেসিডিয়াম সদস্য।[][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  3. "৪৩ বছর পর আওয়ামী লীগের দখলে কক্সবাজার-১"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১ 
  4. "আলোচিত আসন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) : সালাহউদ্দিনের প্রতীক্ষায় বিএনপি, মনোনয়ন দুশ্চিন্তায় আ.লীগ-জাপা"www.bhorerkagoj.com। ২০১৯-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩১