এ. এম. আমিনুল হক
এ. এম. আমিনুল হক একজন বাংলাদেশী প্রকৌশলী, বেসামরিক সরকারি কর্মচারী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (ডিজি)।[১]
এ. এম. আমিনুল হক | |
---|---|
মহাপরিচালক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড | |
কাজের মেয়াদ ১৩ ফেব্রুয়ারি ২০২০ – চলমান | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৬২ সিরাজগঞ্জ জেলা |
প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাএ. এম. আমিনুল হক ১৯৬২ সালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কয়ড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ১৯৯১ সালে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, থাইল্যান্ড থেকে হাইড্রোলিক অ্যান্ড কোস্টাল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন।[১]
কর্মজীবন
সম্পাদনাএ. এম. আমিনুল হক ১৯৮৪ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী পদে চাকরিতে যোগদান করে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) ও এফআরইআরএমআইপি প্রকল্পের পরিচালকের দায়িত্ব পালনসহ বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেন। তিনি ১৩ ফেব্রুয়ারি ২০২০ সাল থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালোণ করছেন।[২][৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০।
- ↑ "পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিনুল হক"। দৈনিক সমকাল। ১৫ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "প্রকৌশলী এ.এম. আমিনুল হক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক নিযুক্ত"। আমাদের সময়.কম। ১৪ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০।