এ.টি.এম. শামসুল হুদা
এ.টি.এম. শামসুল হুদা একজন বাংলাদেশী বেসামরিক কর্মচারী এবং বাংলাদেশের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার । [১][২]
এ.টি.এম. শামসুল হুদা | |
---|---|
১০ম বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার | |
কাজের মেয়াদ ৫ ফেব্রুয়ারি ২০০৭ – ৫ ফেব্রুয়ারি ২০১২ | |
রাষ্ট্রপতি | ইয়াজউদ্দিন আহম্মেদ জিল্লুর রহমান |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | এম. এ. আজিজ |
উত্তরসূরী | কাজী রকিবুদ্দিন আহমদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১০ জুলাই ১৯৪৩ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় সিরাকিউজ বিশ্ববিদ্যালয় |
জীবিকা | সরকারি কর্মচারী |
পেশা
সম্পাদনাহুদা ১৯৬৬ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব ডিভিশনাল অফিসার), পানি সম্পদ ও অর্থ মন্ত্রনালয়ের সচিব এবং এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। [১] তিনি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং ২০০৮ সালে বাংলাদেশ জাতীয় নির্বাচন পরিচালনা করেছিলেন । [২][৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Curriculum Vitae OF DR. ATM SHAMSUL HUDA Chief Election Commissioner" (পিডিএফ)। ec.org.bd। ২৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ ক খ "Veterans' verdict on EC: Neutrality, efficiency must be ensured"। bdnews24.com। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "EC search committee to disclose names"। Prothom Alo। ২৭ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭।