এ্যাথলেটিক
এ্যাথলেটিক খেলা, যা এ্যাথলেটিক প্রতিযোগিতা বা এ্যাথলেটিক্স নামে পরিচিত, এক ধরনের খেলা যা প্রাথমিকভাবে নির্ভর করে মানুষের ওপর, শারীরিক প্রতিযোগিতা যা নির্ভর করে সহনশক্তি, ফিটনেস এবং দক্ষতার ওপর।[১] এ্যাথলেটিক খেলা অনেক পুরানো জাতের খেলা যা প্রাচীন অলিম্পিক গেমস-এর অন্যান্য খেলার সাথে খেলা হত। প্রাচীন গ্রীক শব্দ এ্যাথলস থেকে এ্যাথলেটিক শব্দটির উৎপত্তি যার অর্থ প্রতিদন্ধিতা। ১৯০৬ সালে দ্যা ইন্টারকলেজিয়েট এ্যাথলেটিক এ্যাসোসিয়েশন অব ইউনাইটেড স্টেটস (পরে এনসিএএ) গঠিত হয় আমেরিকার কলেজ লেভেলের এ্যাথলেটিক্স দেখাশোনা করার জন্য। এ্যাথলেটিক খেলা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে গুরুত্বলাভ করে এবং অনেক ছাত্র উচ্চশিক্ষা লাভের সু্যোগ পায় তাদের ক্রীড়া দক্ষতার মাধ্যমে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Sansone, David (1992). Greek athletics and the genesis of sport, p.72. University of California Press. আইএসবিএন ০-৫২০-০৮০৯৫-৫.