এস জি সুব্রহ্মণ্যন

ভারতীয় রাজনীতিবিদ

এস জি সুব্রহ্মণিয়ান ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং তামিলনাড়ুর বিধানসভার প্রাক্তন সদস্য। তিনি ২০১৬ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গমের প্রার্থী হয়ে সাত্তুর আসন থেকে নির্বাচিত হন। [][]

তিনি সেই ১৮ জন সদস্যের একজন যাদেরকে স্পিকার পি ধনপাল অযোগ্য ঘোষণা করেছিল, কেননা তিনি মুখ্যমন্ত্রী এডাপাদি কে পলানিস্বামীর সমর্থন প্রত্যাহার করে এবং বিদ্রোহী নেতা টিটিভি ধীনাকরণের অনুগত হয়ে তাঁর দল আম্মা মাক্কাল মুনেত্র কড়গমে যোগ দিয়েছিলেন। [][]

তথ্যসূত্র

সম্পাদনা