এস্টেল ডেসাঞ্জেস (জন্ম: ৮ই মার্চ, ১৯৭৭) একজন ফরাসি প্রাক্তন পর্নোগ্রাফিক অভিনেত্রী। ২০০০-এর দশকে, তিনি ফ্রান্সের অন্যতম জনপ্রিয় পর্ন অভিনেত্রী ছিলেন। []

এস্টেল ডেসাঞ্জেস
২০০২ সালে ডেসাঞ্জেস
জন্ম (1977-03-08) ৮ মার্চ ১৯৭৭ (বয়স ৪৭)[]
পেশাপর্নোগ্রাফিক অভিনেত্রী
কর্মজীবন১৯৯৯ -

জীবনের প্রথমার্ধ

সম্পাদনা

এস্টেল ডেসাঞ্জেস ১৯৭৭ সালে ফ্রান্সের বোর্দোতে জন্মগ্রহণ করেন। তিনি একটি নাইটক্লাবে বারটেন্ডার হিসেবে কাজ করতেন এবং নার্সিং স্কুলে পড়াতে যেতেন। ১৯৯৯ সালে যখন তিনি একটি হট ভিডিও ইভেন্টে যোগ দিয়েছিলেন, তখন তাকে ফ্রেড কপুলা আবিষ্কার করেছিলেন।

কর্মজীবন

সম্পাদনা

এস্টেল ডেসাঞ্জেস ১৯৯৯ সালে প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে কাজ শুরু করেন, প্রধানত ফ্রেড কপুলা দ্বারা নির্মিত চলচ্চিত্রগুলিতে। তিনি ২০০০ সালে সেরা ফ্রেঞ্চ নিউ স্টারলেটের জন্য হট ডি'অর পুরস্কার পান। [] ২০০১ সালে, তিনি ভিসিভি কমিউনিকেশনের সাথে কাজ শুরু করেন। সেই বছর তিনি প্যাট্রিস ক্যাবানেল পরিচালিত লা ফিলে ডু বাটেলিয়ারে অভিনয় করেন এবং সেরা ইউরোপীয় পার্শ্ব অভিনেত্রীর জন্য হট ডি'অর পুরস্কার জিতে নেন। [] একই বছর, তিনি টাউট লে মন্ডে এন পার্লেতে হাজির হন। [] তার কর্মজীবনে, তিনি পরিচালক জন বি. রুট, ব্রিজিট লাহাই, রোকো সিফ্রেডি এবং ওয়াল্টার ইগোর সাথেও কাজ করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Estelle Desanges"Hot Vidéo (ফরাসি ভাষায়)। ১২ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২০ 
  2. (ফরাসি ভাষায়)Christophe Lemaire, in Le Cinéma X, La Musardine, 2012, p. 477
  3. "Hot Stuff at Hot d'Or Awards"। AVN.com। ২০০০-০৫-১৯। ২০১০-০১-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-৩০ 
  4. "Hot d'Or archives presse x, articles sur les Hot d'or"। Hot-dor.fr। ২০১৪-০৩-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-০৯ 
  5. "Interview biographie de Estelle Desanges"Tout le monde en parle (ফরাসি ভাষায়)। Institut National de l’Audiovisuel। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা