এল অপু রোজারিও
বাংলাদেশী সিনেমাটোগ্রাফার
লরেন্স অপু রোজারিও একজন বাংলাদেশী চিত্রগ্রাহক। ২০১১ সালে আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
এল অপু রোজারিও | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | চিত্রগ্রাহক |
প্রতিষ্ঠান | বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম[১] |
পরিচিতির কারণ | আমার বন্ধু রাশেদ |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
শিক্ষাজীবন
সম্পাদনাঅপু রোজারিও ১৯৯০ সালে নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।[২] পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় এমএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি পুণের ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থানে মোশন পিকচার ফটোগ্রাফি নিয়ে অধ্যয়ন করেন।[৩]
চলচ্চিত্র
সম্পাদনা- মাতৃত্ব (২০০৪)
- খেলাঘর (২০০৬)
- দূরত্ব (২০০৪)
- আমার বন্ধু রাশেদ (২০১১)
- নেকাব্বরের মহাপ্রয়াণ (২০১৪)
- অনিল বাগচীর একদিন (২০১৫)
- উই (২০১৮)[৪]
- উড়াল (২০২০)
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনাপুরস্কার | সাল | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ২০১১ | শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | আমার বন্ধু রাশেদ | বিজয়ী | [৫] |
বাচসাস পুরস্কার | ২০১১ | শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | আমার বন্ধু রাশেদ | বিজয়ী | [৬] |
এফএফটিজ পুরস্কার | ২০২০ | শ্রেষ্ঠ চিত্রগ্রাহক | উই | বিজয়ী | [৭] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের নতুন নির্বাহী কমিটি গঠিত"। বণিক বার্তা। মার্চ ২৭, ২০২২। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৪।
- ↑ "নটর ডেম কলেজ শ্রেষ্ঠত্বের কেন্দ্র: ঢাবি উপাচার্য"। প্রথম আলো। ২৬ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৪।
- ↑ "Team"। টরন্টো ফিল্ম ফোরাম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৪।
- ↑ "কানাডার মূলধারার চলচ্চিত্রে অপু রোজারিও"। বাংলাদেশ প্রতিদিন। ২৩ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৪।
- ↑ "'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১' ঘোষণা"। বাংলানিউজ২৪.কম। জানুয়ারি ১৪, ২০১৩। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২৪।
- ↑ "পাঁচ বছরের বাচসাস পুরস্কার পাচ্ছেন যারা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৬ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২৪।
- ↑ "We"। এফএফটিজি পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে এল অপু রোজারিও (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে এল অপু রোজারিও