এল. জয়া সুধা
এল. জয়া সুধা (এল জয়সুধা এবং এল জয়সুধা লক্ষ্মীকাণ্থন নামেও পরিচিত, জন্ম: ১৯ জুন ১৯৭৫) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং পোলুর আসন থেকে ১৪তম তামিলনাড়ু বিধানসভার সদস্য ছিলেন। তিনি সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্র কড়গম পার্টির প্রতিনিধিত্ব করেছিলেন। [১] ২০১৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার আসনটি সিএম মুরুগানকে বরাদ্দ দিয়েছিল। [২]
সুধার জন্ম ১৯৭৫ সালের ১৯ জুন পলুরে। তিনি বিএ ডিগ্রি অর্জন করেছেন এবং তিন সন্তানের মা। [৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (পিডিএফ)। Government of Tamil Nadu। ২০ মার্চ ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "Polur AIADMK workers condemn IT Minister"। The Hindu। ২৩ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪।
- ↑ "Tmt. L. Jayasudha (AIADMK)"। Legislative Assembly of Tamil Nadu। ২০১৬-০৩-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪।