এলেয়ার জিনো
এলেয়ার জিনো (প্রাচীন গ্রিক: Ζήνων Έλεάτης জ়্দ্যানন্ এলেয়াত্যাস্, আধুনিক গ্রিক: Ζήνων ο Ελεάτης জ়িনন্ অ এলেয়াতিস্) (খ্রিস্টপূর্ব ৪৯০ – খ্রিস্টপূর্ব ৪৩০)[১] একজন গ্রিক দার্শনিক ছিলেন।
জিনো | |
---|---|
জন্ম | আনু. ৪৯৫ খ্রিস্টপূর্ব |
মৃত্যু | আনু. ৪৩০ খ্রিস্টপূর্ব (বয়স প্রায় ৬৫) এলিয়া বা সাইরাকিউস |
যুগ | প্রাক-সক্রেটিস দর্শন |
অঞ্চল | পশ্চিমা দর্শন |
ধারা | এলিয়াটিক শাখা |
প্রধান আগ্রহ | অধিবিদ্যা, Ontology |
উল্লেখযোগ্য অবদান | জিনোর হেঁয়ালি |
ভাবগুরু | |
ভাবশিষ্য |
জীবনী
সম্পাদনাজিনোর জীবনী সম্পর্কে খুব অল্প জানা গেছে। যদিও জিনোর মৃত্যুর প্রায় এক শতাব্দী পরে লেখা হয়েছে, জিনো সম্পর্কে জীবনীমূলক তথ্যের প্রারম্ভিক উৎস হল প্লেটোর পার্মিনিদিস।[২] এবং এরিস্টটলের ফিজিক্স বইতেও তার উল্লেখ রয়েছে।[৩] পার্মিনিদিস-এর সংলাপে প্লেটো জিনো ও পার্মেনিদিসের ধ্রুপদী এথেন্সে ভ্রমণের বর্ণনা করেন, যখন পার্মিনিদিসের বয়স ছিল "প্রায় ৬৫", জিনোর "৪০-এর কাছাকাছি" এবং সক্রেটিস "খুবই তরুণ" ছিলেন।[৪] ধারণা করা হয় সক্রেটিস তখন ২০ বছরের কাছাকাছি ছিলেন এবং সক্রেটিসের জন্ম ৪৬৯ খ্রিস্টপূর্ব ধরে জিনোর সম্ভাব্য জন্মের সাল ধরা হয় ৪৯০ খ্রিস্টপূর্ব। প্লেটো বলেন জিনো দেখতে লম্বা ও সুন্দর ছিলেন এবং তার তারুণ্যের দিনগুলিতে পার্মেনিদিস তাকে পছন্দ করতেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Zeno of Elea - Greek philosopher and mathematician (ইংরেজি ভাষায়)।
- ↑ প্লেটো (আনু. ৩৮০ – ৩৬৭ খ্রিস্টপূর্ব)। Parmenides ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ আগস্ট ২০০৪ তারিখে, বেঞ্জামিন জোয়েট কর্তৃক অনুবাদকৃত। ইন্টারনেট ক্লাসিক আর্কাইভ।
- ↑ এরিস্টটল (আনু. মধ্য ৪র্থ শতাব্দী খ্রিস্টপূর্ব), Physics ২৩৩a ও ২৩৯b।
- ↑ ক খ প্লেটো, Parmenides ১২৭b–e.
বহিঃসংযোগ
সম্পাদনা- উইকিমিডিয়া কমন্সে এলেয়ার জিনো সম্পর্কিত মিডিয়া দেখুন।
- উইকিসংকলনে এলেয়ার জিনো সম্পর্কিত কর্ম দেখুন।
- উইকিউক্তিতে এলেয়ার জিনো সম্পর্কিত উক্তি পড়ুন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |