এলিয়াস কোবাউত

বেলজীয় ফুটবল খেলোয়াড়

এলিয়াস কোবাউত (ইংরেজি: Elias Cobbaut; জন্ম: ২৪ নভেম্বর ১৯৯৭) হলেন বেলজিয়ামে জন্মগ্রহণকারী একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বেলজিয়ামের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বেলজীয় প্রথম বিভাগ এ-এ আন্ডারলেখট এবং বেলজিয়াম ফুটবল দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[] তিনি মূলত একজন সেন্টার-ব্যাক এবং লেফট-ব্যাক হিসেবে খেলেন।

এলিয়াস কোবাউত
ব্যক্তিগত তথ্য
জন্ম (1997-11-24) ২৪ নভেম্বর ১৯৯৭ (বয়স ২৭)
জন্ম স্থান বেলজিয়াম
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আন্ডারলেখট
জার্সি নম্বর ২২
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৩–২০১৫ রেসিং মেখেলেন (০)
২০১৫–২০১৮ কেভি মেখেলেন ৩৬ (১)
২০১৮– আন্ডারলেখট ৩২ (০)
জাতীয় দল
২০১৭–২০১৯ বেলজিয়াম অনূর্ধ্ব-২১ ১০ (০)
২০১৯– বেলজিয়াম (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬:০২, ১৯ জুন ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:০৪, ১৯ জুন ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৩–১৪ মৌসুমে, মাত্র ১৬ বছর বয়সে, বেলজীয় ফুটবল ক্লাব রেসিং মেখেলেনের হয়ে খেলার মাধ্যমে কোবাউত তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, যেখানে তিনি ২ মৌসুম অতিবাহিত করেছেন; উক্ত দলের হয়ে তিনি একটিমাত্র ম্যাচে অংশগ্রহণ করেছেন। অতঃপর তিনি কেভি মেখেলেনের হয়ে খেলেছেন। ২০১৮–১৯ মৌসুমে, তিনি ৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে বেলজীয় ফুটবল ক্লাব আন্ডারলেখটে যোগদান করেছেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "প্রোফাইল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২০ 
  2. "৩ মিলিয়নে আন্ডারলেখটে যোগদান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:রয়্যাল স্পোর্টিং ক্লাব আন্ডারলেখট দল