এলিয়ট গোল্ড

মার্কিন অভিনেতা

এলিয়ট গোল্ড (ইংরেজি: Elliott Gould; জন্ম: এলিয়ট গোল্ডস্টাইন, ২৯ আগস্ট ১৯৩৮)[] হলেন একজন মার্কিন অভিনেতা। তিনি ১৯৬০-এর দশকে হলিউডের চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। হাস্যরসাত্মক চলচ্চিত্র বব অ্যান্ড ক্যারল অ্যান্ড টেড অ্যান্ড অ্যালিস (১৯৬৯)-এ তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। গোল্ড রবার্ট আল্টম্যানের ম্যাশ (১৯৭০), দ্য লং গুডবাই (১৯৭৩) ও ক্যালিফোর্নিয়া স্প্লিট (১৯৭৪) চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন।

এলিয়ট গোল্ড
Elliott Gould
১৯৮৬ সালে গোল্ড
জন্ম
এলিয়ট গোল্ডস্টাইন

(1938-08-29) ২৯ আগস্ট ১৯৩৮ (বয়স ৮৬)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৬৪–বর্তমান
দাম্পত্য সঙ্গীবারবারা স্ট্রাইস্যান্ড (বি. ১৯৬৩; বিচ্ছেদ. ১৯৭১)
জেনিফার বোগার্ট (বি. ১৯৭৩; বিচ্ছেদ. ১৯৭৫)
(বি. ১৯৭৮; বিচ্ছেদ. ১৯৭৯)
সন্তান৩, জেসন গোল্ড সহ

তিনি ফ্রেন্ডস (১৯৯৪-২০০৪) ধারাবাহিকে জ্যাক গেলার চরিত্রে, ওশান্‌স ত্রয়ী চলচ্চিত্রে রুবেল তিশকভ এবং রে ডোনোভান (২০১৩-২০১৫) ধারাবাহিকে এজরা গোল্ডম্যান চরিত্রে অভিনয় করেন। তিনি ২০১৭ সালে টেলিভিশন ধারাবাহিক ডাউট পরিত্যক্ত হওয়ার পূর্ব পর্যন্ত প্রধান চরিত্রে অভিনয় করেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

গোল্ড ১৯৩৮ সালের ২৯শে আগস্ট নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। তার পিতা বার্নার্ড গোল্ডস্টাইন টেক্সটাইল ক্রেতা হিসেবে একটি গার্মেন্টস ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন। তার মাতা লুসিল (প্রদত্ত নাম: রাভের) বিউটি শপে কৃত্রিম ফুল বিক্রি করতেন।[][] তার পরিবার ইহুদি ধর্মাবলম্বী। তার পিতামহ-মাতামহরা ইউক্রেন, পোল্যান্ডরাশিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন।[][][] তিনি প্রফেশনা চিলড্রেন্‌স স্কুলে পড়াশোনা করেন।

কর্মজীবন

সম্পাদনা

ব্রডওয়ে মঞ্চ

সম্পাদনা

গোল্ড ১৯৫০-এর দশকের শেষের দিকে ব্রডওয়ে মঞ্চে কাজ শুরু করেন। ব্রডওয়েতে তার প্রথম মঞ্চনাটক রাম্পল (১৯৫৭)। তিনি সফল গীতিনাট্য ইর্মা লা দুশ (১৯৬০-৬১) ও সে, ডার্লিং-এ ছোট চরিত্রে অভিনয় করেন। ১৯৬২ সালে তিনি আই ক্যান গেট ইট ফর ইউ হোলসেল-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। এই নাটকের মঞ্চায়নে তিনি তার ভবিষ্যৎ স্ত্রী বারবারা স্ট্রাইস্যান্ডের সাথে পরিচিত হন। নাটকটি ৩০০ বার মঞ্চস্থ হয়। পরবর্তীতে তিনি ড্র্যাট! দ্য ক্যাট! (১৯৬৫) ও লিটল মার্ডারস (১৯৬৭) নাটকে বিশিষ্ট চরিত্রে অভিনয় করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Elliott Gould"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। ২২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮ 
  2. "Show Business: Elliott Gould: The Urban Don Quixote"Time। সেপ্টেম্বর ৭, ১৯৭০। জুলাই ১৯, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮ 
  3. James Mottram (২২ জুলাই ২০১২)। "Elliott Gould: 'I didn't have a drug problem. I had a problem with reality' – Profiles – People"দি ইন্ডিপেন্ডেন্ট। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮ 
  4. "Elliott Gould: Reel to real"। ২২ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮ 
  5. "Elliott Gould Biography"ইয়াহু! মুভিজ। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮ 
  6. "Gould, 'centered and grateful,' to accept award at festival | j. the Jewish news weekly of Northern California"। Jweekly.com। ১৯ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা