এলউইন রালফ বার্লিক্যাম্প
মার্কিন গণিতবিদ
এলউইন রালফ বার্লিক্যাম্প একজন মার্কিন গণিতবিদ। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এর অধ্যাপক ইমেরিটাস।
এলউইন রালফ বার্লিক্যাম্প | |
---|---|
জন্ম | এলউইন রালফ বার্লিক্যাম্প ৬ সেপ্টেম্বর ১৯৪০ |
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | এমআইটি |
পরিচিতির কারণ | Berlekamp's algorithm, Berlekamp-Welch algorithm, Berlekamp–Massey algorithm, Coupon Go |
পুরস্কার | আইইইই রিচার্ড ডব্লিউ হ্যামিং মেডেল (১৯৯১) ক্লদ ই শ্যানন অ্যাওয়ার্ড (১৯৯৩) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ইনফর্মেশন থিওরি, কোডফিং থিওরি, Combinatorial game theory |
প্রতিষ্ঠানসমূহ | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে |
ডক্টরাল উপদেষ্টা | Robert G. Gallager |
উল্লেখযোগ্য শিক্ষার্থী | Ken Thompson Aaron N. Siegel David Wolfe |
জীবনী
সম্পাদনাবার্লিক্যাম্প ১৯৪০ সালের ৬ সেপ্টেম্বর ওহাইওতে জন্মগ্রহণ করেন। তিনি এমআইটি থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৬২ সালে বিএসসি এবং এমএসসি এবং ১৯৬৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৪ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এর তড়িৎ প্রকৌশলে শিক্ষকতা করেন। তিনি ১৯৭১ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে পুনরায় যোগদান করেন।