এরায় জোমের্ত
এরায় এরভিন জোমের্ত (তুর্কি: Eray Cömert; জন্ম: ৪ ফেব্রুয়ারি ১৯৯৮; এরায় জোমের্ত নামে সুপরিচিত) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সুইজারল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সুইস সুপার লিগের ক্লাব বাজেল এবং সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | এরায় এরভিন জোমের্ত | ||
জন্ম | ৪ ফেব্রুয়ারি ১৯৯৮ | ||
জন্ম স্থান | বাজেল, সুইজারল্যান্ড | ||
উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বাজেল | ||
জার্সি নম্বর | ৪ | ||
যুব পর্যায় | |||
২০০৬–২০০৯ | কনকর্ডিয়া বাজেল | ||
২০০৯–২০১৬ | বাজেল | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৬– | বাজেল | ৬৩ | (৩) |
২০১৭ | → লুগানো (ধার) | ১২ | (০) |
২০১৭–২০১৮ | → সিয়ন (ধার) | ১২ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৩–২০১৪ | সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৬ | ৬ | (১) |
২০১৪–২০১৫ | সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৭ | ৭ | (০) |
২০১৫–২০১৬ | সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৮ | ৫ | (০) |
২০১৬–২০১৭ | সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ৭ | (০) |
২০১৮– | সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২১ | ৯ | (৩) |
২০১৯– | সুইজারল্যান্ড | ৩ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৮:৩২, ৩০ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:৩২, ৩০ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০১৩ সালে, জোমের্ত সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের হয়ে সুইজারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৬ বছর যাবত সুইজারল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে সুইজারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সুইজারল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি সুইজারল্যান্ডের হয়ে এপর্যন্ত ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০২০) অংশগ্রহণ করেছেন।[১]
দলগতভাবে, জোমের্ত এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন, যার উভয়ই বাজেলের হয়ে জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাএরায় এরভিন জোমের্ত ১৯৯৮ সালের ৪ঠা ফেব্রুয়ারি তারিখে সুইজারল্যান্ডের বাজেলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Played, Minutes (২০২০-১১-২৭)। "Squad EURO 2020"। worldfootball.net (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১১।
বহিঃসংযোগ
সম্পাদনা- এরায় জোমের্ত – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- এরায় জোমের্ত – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে এরায় জোমের্ত (ইংরেজি)
- সকারবেসে এরায় জোমের্ত (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে এরায় জোমের্ত (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে এরায় জোমের্ত (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে এরায় জোমের্ত (ইংরেজি)