এরল হান্ট
এরল অ্যাশটন ক্লেয়ারমোর হান্ট (ইংরেজি: Errol Hunte; জন্ম: ৩ অক্টোবর, ১৯০৫ - মৃত্যু: ২৬ জুন, ১৯৬১) ত্রিনিদাদ ও টোবাগোর পোর্ট অব স্পেনে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।[১][২][৩] ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৩০ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন তিনি।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | এরল অ্যাশটন ক্লেয়ারমোর হান্ট | |||||||||||||||||||||
জন্ম | পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ ও টোবাগো | ৩ অক্টোবর ১৯০৫|||||||||||||||||||||
মৃত্যু | ২৬ জুন ১৯৬১ পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ ও টোবাগো | (বয়স ৫৫)|||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||
ভূমিকা | উইকেট-রক্ষক | |||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ১৮) | ১১ জানুয়ারি ১৯৩০ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||
শেষ টেস্ট | ২১ ফেব্রুয়ারি ১৯৩০ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||
১৯২৮–১৯৩৪ | ত্রিনিদাদ | |||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৫ মে ২০১৮ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগো দলের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্বে ছিলেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন এরল হান্ট।
খেলোয়াড়ী জীবন
সম্পাদনা১৯২৮ থেকে ১৯৩৪ সময়কালে ত্রিনিদাদ ও টোবাগো দলের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলেন তিনি। ১১ জানুয়ারি, ১৯৩০ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে এরল হান্টের। ব্রিজটাউনের কিংস্টন ওভালে অনুষ্ঠিত সিরিজের প্রথম খেলায় ইংল্যান্ডের পক্ষে এফএসজি ক্যালথর্প, ডব্লিউ ভোস এবং ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এফআই ডি কেয়ার্স, জিএ হ্যাডলি, ইএসি হান্ট, জেইডি সিলি, এডউইন সেন্ট হিল এবং এলএ ওয়ালকটের একযোগে টেস্ট অভিষেক ঘটেছিল। এ সিরিজেই তিনি তার খেলোয়াড়ী জীবনের সর্বমোট তিন টেস্টে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন।
২৬ জুন, ১৯৬১ তারিখে ৫৬ বছর বয়সে ত্রিনিদাদ ও টোবাগোর পোর্ট অব স্পেনে তার দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ List of West Indies Test Cricketers
- ↑ "West Indies – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৬।
- ↑ "West Indies – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৬।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে এরল হান্ট (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে এরল হান্ট (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)