এমটিভি ইন্ডিয়া

ভারতীয় সঙ্গীত চ্যানেল
(এম টিভি (ভারত) থেকে পুনর্নির্দেশিত)

এমটিভি ইন্ডিয়া হল মূলত সঙ্গীত, রিয়েলিটি এবং যুব সংস্কৃতির ধারার বিশেষ অনুষ্ঠান নিয়ে একটি ভারতীয় সংস্করণ চ্যানেল। এটি ১৯৯৬ সালে প্রথম চালু করা হয়েছিল এবং এখন মুম্বাই ভিত্তিক ভায়াকম ১৮ মিডিয়া প্রাঃ লিমিটেড এর একটি অংশ হিসেবে ভায়াকম ইনক এবং নেটওয়ার্ক টিভি ১৮ এর সাথে ৫০/৫০% যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। "এমটিভি ইন্ডিয়া" এশিয়ার প্রাচীনতম সংগীত টেলিভিশন নেটওয়ার্কগুলোর মধ্যে একটি।

এমটিভি ইন্ডিয়া
উদ্বোধন২৮ অক্টোবর ১৯৯৬
মালিকানাভায়াকম ১৮
চিত্রের বিন্যাস৪৮০আই (এসডিটিভি)
১০৮০আই (এইচডিটিভি)
স্লোগানস্টে র
দেশভারত
ভাষাইংরেজিহিন্দি
প্রচারের স্থানদক্ষিণ এশিয়া জুড়ে
প্রধান কার্যালয়মুম্বাই, ভারত
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
ভিএইচ১ ইন্ডিয়া, নিকেলোদিয়ন ইন্ডিয়া, সনিক (চালু করা হয় ডিসেম্বর ২০, ২০১১), কালারস
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
এয়ারটেল ডিজিটাল টিভি (ভারত)চ্যানেল ৩৮০
বিগ টিভি (ভারত)চ্যানেল ৭০৩
Dialog TV (শ্রীলঙ্কা)চ্যানেল ৪১
DirecTV (আমেরিকা)চ্যানেল ২০০৩
Dish Network (আমেরিকা)চ্যানেল ৭৭৬
Dish TV (ভারত)চ্যানেল ৩০৮
টাটা স্কাই (ভারত)চ্যানেল ৭০২
Optus D2 (Globecast অস্ট্রেলিয়া / নিউজিল্যান্ড)12519 V 22500 3/4 (Irdeto Encryption)
Videocon d2h (ভারত)চ্যানেল ৫৫১
আকাশ ডিটিএইচ (বাংলাদেশ)চ্যানেল ৩৫৪
ক্যাবল
ফাস্ট মিডিয়া (ইন্দোনেশিয়া)চ্যানেল ১৭৬
ইউসিএস (বাংলাদেশ)চ্যানেল ৯
আইপিটিভি
মিও টিভি (সিঙ্গাপুর)চ্যানেল ৬৫৮

চ্যানেলটির গানগুলি সবসময় স্বাতন্ত্র্যসূচকভাবে স্বীকৃত ও ভারতের ক্ষেত্রেও স্বীকৃত হয়েছে। এইভাবে এমটিভি ভারতেও ব্যাপক সফলতা অর্জন করেছে। আসলে এমটিভি ভারতীয় উপমহাদেশ জুড়ে সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত চ্যানেলগুলোর মধ্যে একটি। এছাড়াও চ্যানেলটির ভারতের প্রচুর পরিমাণে দর্শকসংখ্যার পাশপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দেশেও বিদ্যমান।

পুরস্কার

সম্পাদনা

এমটিভি ইন্ডিয়া নিম্নলিখিত পুরস্কার অন্তর্ভুক্ত করেছে।

  • এমটিভি ইমিস (MTV Immies)
  • লিক্রা এমটিভি স্টাইল অ্যাওয়ার্ডস (Lycra MTV Style Awards)
  • ফুলি ফালতু ফিল্ম অ্যাওয়ার্ডস (Fully Faltoo Film Awards)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা


বহিঃসংযোগ

সম্পাদনা