এম এ ওয়াদুদ
এম এ ওয়াদুদ (১ আগস্ট ১৯২৫ – ২৮ আগস্ট ১৯৮৩) বাংলাদেশের একজন রাজনীতিবিদ, ভাষা আন্দোলন কর্মী ও মুক্তিযোদ্ধা ছিলেন।[১] ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৩ সালে তাকে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়।[২][৩]
এম এ ওয়াদুদ | |
---|---|
জন্ম | ১ আগস্ট, ১৯২৫ |
মৃত্যু | ২৮ আগস্ট ১৯৮৩ |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত পাকিস্তান বাংলাদেশ |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ |
উল্লেখযোগ্য কর্ম | ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | রহিমা ওয়াদুদ |
সন্তান | দীপু মনি সহ ২ জন |
পুরস্কার | একুশে পদক (২০১৩) |
জন্ম ও পারিবারিক জীবন
সম্পাদনাএম এ ওয়াদুদ ১৯২৫ সালের ১ আগস্ট চাঁদপুর জেলা রাঢ়ির চর গ্রামে জন্মগ্রহণ করেন। তার দুই সন্তান, একজন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, অন্যজন জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু।[১]
তিনি ঢাকা কলেজে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন।[৪]
কর্মজীবন
সম্পাদনাএম এ ওয়াদুদ দৈনিক ইত্তেফাক ও সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকার সাথে প্রতিষ্ঠাকালীন সময়ে যুক্ত ছিলেন।[১]
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ
সম্পাদনাএম এ ওয়াদুদ একজন ভাষা সৈনিক। তিনি ভাষা আন্দোলনের জন্য কয়েকবার কারাবরণ করেছেন। তিনি ভাষা আন্দোলনে নেতৃত্বের অভিযোগে ১৯৪৮, ১৯৫২ ও ১৯৫৪ সালে কারাবরণ করেছেন। ১৯৪৯ সালে সালে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে বঙ্গবন্ধুসহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন। এছাড়াও তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ করেছেন।[১]
রাজনৈতিক জীবন
সম্পাদনারাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের সদস্য ছিলেন। ১৯৫৩-৫৪ সালে তিনি প্রাদেশিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। দুই দুইবার ঢাকা নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও একবার প্রাদেশিক ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন।
মৃত্যু
সম্পাদনাএম এ ওয়াদুদ ১৯৮৩ সালের ২৮ অক্টোবর মৃত্যুবরণ করেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ "ভাষাবীর এম এ ওয়াদুদের ৯২তম জন্মবার্ষিকী আজ"। জাগোনিউজ২৪.কম। ১ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২।
- ↑ "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ" (PDF)। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২২।
- ↑ আবদুল আলীম (২০২০)। ভাষাসংগ্রামী এম এ ওয়াদুদ। বাংলাদেশ: কথাপ্রকাশ। পৃষ্ঠা ১৪৪।
- ↑ ড. মো. শাহিনুর রহমান (১ ফেব্রুয়ারি ২০২১)। "ভাষাসংগ্রামী এম এ ওয়াদুদ"। দৈনিক ইত্তেফাক। ৩০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২।