এম এ হাসেম
এমএ হাশেম (৩০ আগস্ট ১৯৪৩–২৪ ডিসেম্বর ২০২০) বাংলাদেশের রাজনীতিবিদ ও ব্যবসায়ী ছিলেন। তিনি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ছিলেন। [১][২] তিনি নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ছিলেন। [৩][৪][৫]
এমএ হাশেম | |
---|---|
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১ অক্টোবর ২০০১ – ২৬ অক্টোবর ২০০৬ | |
পূর্বসূরী | বরকত উল্লাহ বুলু |
উত্তরসূরী | জয়নুল আবদিন ফারুক |
পারটেক্স গ্রুপের চেয়ারম্যান | |
কাজের মেয়াদ ১৯৫৯ – ২০২০ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৩০ আগষ্ট ১৯৪৩ বেগমগঞ্জ, নোয়াখালী, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ২৪ ডিসেম্বর ২০২০ ঢাকা |
মৃত্যুর কারণ | কোভিড-১৯ |
সমাধিস্থল | বনানী কবরস্থান |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
দাম্পত্য সঙ্গী | সুলতানা হাশেম |
সন্তান | পাঁচ ছেলে |
পেশা | ব্যবসায়ী |
প্রাথমিক জীবন
সম্পাদনাএম এ হাসেম ৩০ আগস্ট ১৯৪৩ সালে নোয়াখালীর বেগমগঞ্জে জন্মগ্রহণ করেন।[৬] তার স্ত্রী সুলতানা হাশেম, এই দম্পতীর পাঁচ ছেলে আজিজ আল কায়সার, আজিজ আল মাহমুদ, আজিজ আল মাসুদ, রুবেল আজিজ ও শওকত আজিজ রাসেল।[৭]
কর্মজীবন
সম্পাদনাএম এ হাসেম অর্ধ শতক আগে তামাক দিয়ে ব্যবসা শুরু করে বাণিজ্যের বিস্তার ঘটিয়েছেন আবাসন, আমদানি-রপ্তানি, পার্টিকেল বোর্ড, ইস্পাত, প্লাস্টিক, ভোগ্যপণ্য, ব্যাংক-বীমাসহ বিভিন্ন খাতে।
তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন। তিনি সিটি ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন। জনতা ইনসুরেন্স কোম্পানিও তিনি গড়ে তোলেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনাএম এ হাসেম ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপি ছাড়ার ঘোষণা দেন তিনি।
মৃত্যু
সম্পাদনাএম এ হাসেম ২৪ ডিসেম্বর ২০২০ সালে বার্ধক্যজনিত জটিলতা ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।[৮] তাকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।[৯]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Partex Group chairman fails to turn up at ACC"। দৈনিক প্রথম আলো। ১৮ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "High lending rates hold businesses captive"। দ্য ডেইলি স্টার। ৯ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "Moudud, Mosharraf to face trial"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "দ্য ডেইলি স্টার Web EditionVol. 5 Num 1063"। দ্য ডেইলি স্টার। ২২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "Jalil, Babar remanded; Altaf, Patal sent to jail"। দ্য ডেইলি স্টার। ২৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম মারা গেছেন"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ২৪ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০।
- ↑ "Partex Group splits"। দ্য ডেইলি স্টার। ৫ জুলাই ২০১০। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "শিল্পপতি এম এ হাসেম মারা গেছেন"। দৈনিক প্রথম আলো। ২৪ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০।
- ↑ "এম এ হাসেম বনানী কবরস্থানে সমাহিত"। প্রথম আলো। ২৫ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২০।