এম এ হাসেম

সংসদ সদস্য
(এম. এ. হাসেম থেকে পুনর্নির্দেশিত)

এমএ হাশেম (৩০ আগস্ট ১৯৪৩–২৪ ডিসেম্বর ২০২০) বাংলাদেশের রাজনীতিবিদ ও ব্যবসায়ী ছিলেন। তিনি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ছিলেন। [][] তিনি নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ছিলেন। [][][]

এমএ হাশেম
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১ অক্টোবর ২০০১ – ২৬ অক্টোবর ২০০৬
পূর্বসূরীবরকত উল্লাহ বুলু
উত্তরসূরীজয়নুল আবদিন ফারুক
পারটেক্স গ্রুপের চেয়ারম্যান
কাজের মেয়াদ
১৯৫৯ – ২০২০
ব্যক্তিগত বিবরণ
জন্ম৩০ আগষ্ট ১৯৪৩
বেগমগঞ্জ, নোয়াখালী, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু২৪ ডিসেম্বর ২০২০
ঢাকা
মৃত্যুর কারণকোভিড-১৯
সমাধিস্থলবনানী কবরস্থান
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
দাম্পত্য সঙ্গীসুলতানা হাশেম
সন্তানপাঁচ ছেলে
পেশাব্যবসায়ী

প্রাথমিক জীবন

সম্পাদনা

এম এ হাসেম ৩০ আগস্ট ১৯৪৩ সালে নোয়াখালীর বেগমগঞ্জে জন্মগ্রহণ করেন।[] তার স্ত্রী সুলতানা হাশেম, এই দম্পতীর পাঁচ ছেলে আজিজ আল কায়সার, আজিজ আল মাহমুদ, আজিজ আল মাসুদ, রুবেল আজিজ ও শওকত আজিজ রাসেল।[]

কর্মজীবন

সম্পাদনা

এম এ হাসেম অর্ধ শতক আগে তামাক দিয়ে ব্যবসা শুরু করে বাণিজ্যের বিস্তার ঘটিয়েছেন আবাসন, আমদানি-রপ্তানি, পার্টিকেল বোর্ড, ইস্পাত, প্লাস্টিক, ভোগ্যপণ্য, ব্যাংক-বীমাসহ বিভিন্ন খাতে।

তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন। তিনি সিটি ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন। জনতা ইনসুরেন্স কোম্পানিও তিনি গড়ে তোলেন।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

এম এ হাসেম ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপি ছাড়ার ঘোষণা দেন তিনি।

মৃত্যু

সম্পাদনা

এম এ হাসেম ২৪ ডিসেম্বর ২০২০ সালে বার্ধক্যজনিত জটিলতা ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।[] তাকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Partex Group chairman fails to turn up at ACC"দৈনিক প্রথম আলো। ১৮ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬ 
  2. "High lending rates hold businesses captive"দ্য ডেইলি স্টার। ৯ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬ 
  3. "Moudud, Mosharraf to face trial"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬ 
  4. "দ্য ডেইলি স্টার Web EditionVol. 5 Num 1063"দ্য ডেইলি স্টার। ২২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬ 
  5. "Jalil, Babar remanded; Altaf, Patal sent to jail"দ্য ডেইলি স্টার। ২৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬ 
  6. "পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম মারা গেছেন"দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ২৪ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০ 
  7. "Partex Group splits"দ্য ডেইলি স্টার। ৫ জুলাই ২০১০। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬ 
  8. "শিল্পপতি এম এ হাসেম মারা গেছেন"দৈনিক প্রথম আলো। ২৪ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০ 
  9. "এম এ হাসেম বনানী কবরস্থানে সমাহিত"। প্রথম আলো। ২৫ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২০