এমোরি লিওন শাফি
মার্কিন পদার্থবিজ্ঞানী
এমোরি লিওন শাফি (জন্ম: ১৫ এপ্রিল, ১৯৮৫ - মৃত্যু: ৮ মার্চ, ১৯৭৫) একজন মার্কিন পদার্থবিজ্ঞানী এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর সাবেক শিক্ষক।
এমোরি লিওন শাফি | |
---|---|
জন্ম | |
মৃত্যু | মার্চ ৮, ১৯৭৫ | (বয়স ৮৯)
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
পুরস্কার | আইইই মেডেল অব অনার |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | জর্জ ওয়াশিংটন পিয়ার্স |
ডক্টরেট শিক্ষার্থী | হাওয়ার্ড আইকেন Harry Mimno |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনাশাফি ১৮৮৫ সালের ১৫ এপ্রিল ম্যাসাচুসেটসের সমারভিলে জন্মগ্রহণ করেন। তিনি ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তড়িৎ প্রকৌশলে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি লাভ করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ১৯০৮ সালে মাস্টার অব সায়েন্স এবং ১৯১১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাকে ১৯১১ সালে তড়িৎ প্রকৌশলের ইন্সট্রাক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি ১৯১৭ সালে পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক, ১৯২৩ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯২৬ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৪০ সালে পদার্থবিজ্ঞানের রামফোর্ড অধ্যাপক এবং ১৯৪৬ সালে ফলিত পদার্থবিজ্ঞানের গর্ডন ম্যাককে অধ্যাপক নিযুক্ত হন। [১]
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- আইইই মেডেলে অব অনার