এমা ডার্সি

ব্রিটিশ অভিনেত্রী

এমা জিয়া ডার্সি (ইংরেজি: Emma Zia D'Arcy; জন্ম: ২৭ জুন ১৯৯২) একজন ইংরেজ চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনয়শিল্পী। তিনি ওয়ান্ডারলাস্ট, ট্রুথ সিকারস, ও হাউজ অব দ্য ড্রাগন টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি অর্জন করেন।

এমা ডার্সি
Emma D'Arcy
২০২২ সালে ডার্সি
জন্ম
এমা জিয়া ডার্সি

(1992-06-27) ২৭ জুন ১৯৯২ (বয়স ৩২)
মাতৃশিক্ষায়তনরাসকিন স্কুল অব আর্ট, অক্সফোর্ড
পেশাঅভিনেতা, মঞ্চ নির্মাতা
কর্মজীবন২০১৫-বর্তমান

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ডার্সি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রাসকিন স্কুল অব আর্টে চারুকলা নিয়ে পড়াশোনা করেন। তিনি সেসময় দ্য ইয়ার্ড থিয়েটারে রোমিও অ্যান্ড জুলিয়েট, দ্য গেমস উই প্লেইড, ও দ্য ক্রুসিবল,[] আলমেইদা থিয়েটারে অ্যাগেইন্সট, ওয়েস্ট ইয়র্কশায়ার প্লেহাউজে আ গার্ল ইন স্কুল ইউনিফর্ম (ওয়াকস ইনটু আ বার, আর্কোলা থিয়েটারে মিসেস ডালোওয়ে অ্যান্ড ক্যালিস্টো: আ কুইয়ার এপিক এবং অক্সফোর্ড প্লেহাউজে পিলোম্যান মঞ্চনাটকে অভিনয় করেন।[]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

ডার্সি একজন নন-বাইনারি এবং সর্বনাম হিসেবে তারা/তাদের ব্যবহার করেন।[]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

চলচ্চিত্র

সম্পাদনা
বছর শিরোনাম চরিত্র টীকা
২০১৫ ইউনাইটেড স্ট্রং অ্যালোন স্নাইপার স্বল্পদৈর্ঘ্য
২০১৯ ও হলি গৌস্ট স্টেফানি স্বল্পদৈর্ঘ্য
২০২০ মিসবিহেভিয়ার হেজেল
২০২১ মাদারিং সানডে এমা হবডে

টেলিভিশন

সম্পাদনা
বছর শিরোনাম চরিত্র টীকা
2018 ওয়ান্ডারলাস্ট নেওমি রিচার্ডস প্রধান চরিত্র
২০১৯ ওয়াইল্ড বিল অ্যালমা
২০২০ হ্যানা সোনিয়া রিখটার
২০২০ ট্রুথ সিকারস অ্যাস্ট্রিড প্রধান চরিত্র
২০২২ হাউজ অব দ্য ড্রাগন র‍্যানিরা টারগেরিয়ান প্রধান চরিত্র

মিউজিক ভিডিও

সম্পাদনা
বছর শিল্পী গানের শিরোনাম
২০১৭ লিটল ক্লাব "টু মাচ লাভ"

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Emma D'Arcy - Roxane Vacca Management"। রোক্সেন ভেকা ম্যানেজমেন্ট। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২ 
  2. ইফতিখার, আসিয়া (২১ জুলাই ২০২২)। "Game of Thrones spin-off House of the Dragon has a non-binary lead"পিঙ্কনিউজ। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা