এমপ্লেয়ার
এমপ্লেয়ার একটি ফ্রী এবং উন্মুক্ত মিডিয়া প্লেয়ার সফটওয়্যার। এই প্লেয়ারটি পার্য সব অপারেটিং সিস্টেমে চলে, যেমন লিনাক্স, মাইক্রোসফট ও ম্যাক। এটি ডস-এও ব্যবহার করা যায়।[১]
উন্নয়নকারী | এমপ্লেয়ার দল |
---|---|
প্রাথমিক সংস্করণ | ২০০০ |
রিপজিটরি | |
যে ভাষায় লিখিত | সি |
প্ল্যাটফর্ম | ক্রস প্ল্যাটফর্ম |
উপলব্ধ | ইংরেজি ও অন্যান্য |
ধরন | মিডিয়া প্লেয়ার |
লাইসেন্স | গনু জেনারেল পাবলিক লাইসেন্স |
ওয়েবসাইট | mplayerhq |
ভিডিও
সম্পাদনাএটি বিভিন্ন ধরনের ভিডিও ফাইল পড়তে পারে, যেমন এনডিভিডিয়া পিওর ভিডিও, ইউনিফাইড ভিডিও ডিকোডার, ইন্টেল কুইক ভিডিও।
ক্ষমতা এবং শ্রেণিবিভাগ
সম্পাদনাএমপ্লেয়ার মিডিয়া বিভিন্ন ধরনের ভিডিও প্লে করতে পারে[২] এবং একটি ফাইল সব স্ট্রিম বিষয়বস্তু সংরক্ষণ করতে পারে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Index of /pub/micro/pc-stuff/freedos/files/util/user/mplayer"। Ibiblio.org। সংগ্রহের তারিখ ২০১২-০১-০১।
- ↑ "Codec Status Table"। Mplayerhq.hu। সংগ্রহের তারিখ ২০১২-০১-০১।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট
- #mplayer IRC channel on Libera Chat