এবতেদায়ী মাদ্রাসা

এবতেদায়ী মাদ্রাসা (আরবি:مدرسة الابتداء) হলো এমন পর্যায়ের মাদ্রাসা যেখানে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয় এবং পঞ্চম শ্রেণি শেষে একটি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্যে প্রস্তুত করা হয়।[] যা প্রাথমিক বিদ্যালয়ের সমমানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসা গুলো আলিয়া মাদ্রাসার প্রাথমিক স্থর। বর্তমানে বাংলাদেশে প্রায় চার হাজারের অধিক স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা রয়েছে। []

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

ইতবেদায়ী বা প্রাথমিক পর্যায়ে কুরআন শরিফ পড়া ও মুখস্থ করার উপর জোর দেওয়া হয়। এই পর্যায়ের অন্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ইসলামের মৌলিক বিষয়, আরবি, আকাইদ, ফিকাহ্, বাংলা, গণিত, ইংরেজি, ইতিহাস, ভূগোল ও সাধারণ বিজ্ঞান। ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ী মাদ্রাসা যাত্রা শুরু।[] বর্তমানে ৪ হাজার ৩১২টি ইবতেদায়ি মাদ্রাসা ও সাড়ে ২১ হাজার শিক্ষককে এমপিও ভুক্ত করার চেষ্টা চলছে।[]

  1. নিউজ, সময়। "পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা নিয়ে নতুন চিন্তাভাবনা | শিক্ষা"Somoy News। সংগ্রহের তারিখ ২০২৪-১২-০৪ 
  2. শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা। "স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার তালিকা, কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীদের হালনাগাদ তথ্য প্রেরণ সংক্রান্ত"dme.portal.gov.bd 
  3. "প্রতি জেলায় অন্তত একটি মাদ্রাসা সরকারি হোক"thedailycampus.com। ২০২১-০৮-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৭ 
  4. "স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের দুঃখ"দৈনিক যুগান্তর। ২০২১-০৮-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৭