এফএমসি ডকইয়ার্ড

বাংলাদেশি জাহাজ নির্মাণ ও মেরামতকারী কোম্পানি

এফএমসি ডকইয়ার্ড লিমিটেড বাংলাদেশের চট্টগ্রাম শহরের বোয়ালখালীতে অবস্থিত একটি জাহাজ নির্মাণ এবং মেরামত প্রতিষ্ঠান । এটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়।[]

এফএমসি ডকইয়ার্ড লিমিটেড
ধরনবেসরকারি প্রতিষ্ঠান
শিল্পজাহাজ নির্মাণ, জাহাজ মেরামত
প্রতিষ্ঠাকাল২০০৯
সদরদপ্তরবোয়ালখালী, চট্টগ্রাম, বাংলাদেশ
প্রধান ব্যক্তি
মোহাম্মাদ ইয়াসিন চৌধুরী
(চেয়ারম্যান)
পণ্যসমূহজাহাজ, টহল জাহাজ, ট্যাগ বোট
মাতৃ-প্রতিষ্ঠানএফএমসি গ্রুপ
ওয়েবসাইটhttp://www.fmcdockyard.com

ইতিহাস

সম্পাদনা

এফএমসি ডকইয়ার্ড লিমিটেড ২০০৯ সালের ৯ ডিসেম্বর যাত্রা শুরু করে। চট্টগ্রাম এর বোয়ালখালী উপজেলায় কর্ণফুলী নদীর তীরে ৪৫ একর জায়গা নিয়ে এর অবস্থান। এফএমসি ডকইয়ার্ড সম্মুখ এবং বিপরীতমুখী লিঙ্কেজ সুবিধা সংবলিত বাংলাদেশের একমাত্র ডকইয়ার্ড।অয়েল ট্যাংকার, ড্রেজার, কনটেইনার ভ্যাসেল, ফিশিং ভ্যাসেল, রিসার্স ভ্যাসেল, ক্রুজ ভ্যাসেল, সার্ভে ভ্যাসেল, ফেরি, টাগ বোট ও পন্টুন নির্মাণ করে দেশে-বিদেশে সরবরাহ করে এফএমসি ডকইয়ার্ড লিমিটেড।[][][]

তথ্য উৎস

সম্পাদনা
  1. http://www.fmcdockyard.com
  2. ডটকম, চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর। "প্রতিষ্ঠার সপ্তম বছরে এফএমসি ডকইয়ার্ড"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৯-০৪-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৫ 
  3. "এফএমসি ডকইয়ার্ড সাত বছরে | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা