এন. বিশ্বনাথন
এন.বিশ্বনাথন (১৮ জুলাই, ১৯২৯ – ১৭ নভেম্বর, ২০১০), ছিলেন ভারতীয় অভিনেতা ও শিক্ষাবিদ। তিনি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যালকাটা বিশ্বনাথন হিসাবে পরিচিত ছিলেন। তার জন্ম তামিলনাড়ুর ভেলোরে, কিন্তু বড়ো হয়েছেন কলকাতায়। পড়াশোনা করেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে এবং এই কলেজেই ইংরাজী সাহিত্যের অধ্যাপনা করেন ৪০ বৎসরেরও অধিক সময়।[১] তিনি মৃণাল সেনের ছবি পুনশ্চ'তে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন।[২] চল্লিশ বৎসরের চলচ্চিত্র জীবনে প্রায় একশোটি বাংলা তামিল এবং ইংরাজী চলচ্চিত্রে বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি বহু নাট্য-গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন এবং কলকাতার অভিনেতাদের নিয়ে ক্যালকাটা প্লেয়ার্স নামে এক অভিনয় ট্রুপ গড়েন।[২]
এন বিশ্বনাথন | |
---|---|
জন্ম | বিশ্বনাথন ১৮ জুলাই ১৯২৯ |
মৃত্যু | ১৭ নভেম্বর ২০১০ (বয়স ৮১ বৎসর) |
কর্মজীবন | ১৯৬৩–২০১০ |
দাম্পত্য সঙ্গী | পারমিতা নাগ |
সন্তান | অশোক বিশ্বনাথন |
জীবনী
সম্পাদনাজীবনের প্রথমার্ধ
সম্পাদনাএন বিশ্বনাথনের জন্ম ১৯২৯ খ্রিস্টাব্দের ১৮ই জুলাই তামিলনাড়ুর ভেলোরের এক তামিল পরিবারে। খুব অল্প বয়সে তিনি কলকাতায় চলে আসেন। তিনি সেন্ট জেভিয়ার্স কলজে পড়াশোনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজীতে এম.এ পাশ করেন। পরবর্তীকালে এই কলেজেই ইংরাজী বিভাগের প্রধান অধ্যাপক হিসাবে কর্মজীবন অতিবাহিত করেন। মাঝে কিছুদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে করতে যান। অংশ নেন 'ইন্ডিয়া ইন অক্সফোর্ড' বক্তৃতায়। কিন্তু পিতার অসুস্থতার কারণে দেশে ফিরে আসেন।[৩][৪] ইংরাজী ও বাংলা ভাষার উপর বিশেষকরে ইংরাজী শব্দোচ্চারণে তার যথেষ্ট দখল ছিল। বিশ্বনাথন একজন খুব ভালো বক্তা ছিলেন। বহু বিতর্ক সভায় অংশ নিয়ে প্রশংসা লাভ করেন।[৫] অধ্যাপনার পাশাপাশি অভিনয় করেছেন নাটক, চলচ্চিত্র ও টেলিভিশনে। পরিচালনা ও অভিনয় করেছেন বাংলা, ইংরাজী ও তামিল নাটকে। তিনি এক সময়ে কলকাতা দূরদর্শনের সংবাদ পাঠকও ছিলেন।[৩]
চলচ্চিত্র জগতে প্রবেশ
সম্পাদনা১৯৬১ খ্রিস্টাব্দে কলেজে অধ্যাপনাকালে মৃণাল সেনের পরিচালিত পুনশ্চ ছায়াছবিতে এক ভূমিকায় অবতীর্ণ হন। চলচ্চিত্রটি বাংলা ফিচার ফিল্ম বিভাগে তৃতীয় শ্রেষ্ঠ ছায়াছবি হিসাবে বিবেচিত হয় এবং জাতীয় পুরস্কার লাভ করে।[৬] এরপর ১৯৬২ খ্রিস্টাব্দে বিশ্বনাথন সত্যজিৎ রায় পরিচালিত আরো একটি বাংলা সিনেমা কাঞ্চনজঙ্ঘা ছবিতে অভিনয়ের সুযোগ পান। সত্যজিতের এটিই প্রথম রঙিন ছবি হিসাবে বিশেষ জনপ্রিয়তা লাভ করে।[৭] বিশ্বনাথন দুটি ছবিতেই তার অভিনয়ের জন্য সপ্রশংস পরিচিতি লাভ করেন। তিনি সত্যজিৎ রায়ের অত্যন্ত পছন্দের বাস্তবধর্মী শহুরে এবং পরিশীলিত ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত হন রায়ের প্রিয় হয়ে ওঠেন।[৩]
এই ছবি দুটি মুক্তি পাওয়ার পর বিশ্বনাথন বাংলা, তামিল, ইংরাজী ছবিতে অভিনয়ের জন্য অসংখ্য অফার পান।১৯৭০ খ্রিস্টাব্দে তিনি তামিল চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং ললিতা,মোগম মুপাধু বরুশম ,মুনড্রু মুদিচু ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন। মুখ্যভূমিকায় অন্য যে তামিল ছবিগুলিতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে অন্যতম হল - কাভরি মান,বালু মহেন্দ্র, মুডুপানি
বিশ্বনাথন পাইপ-ধূমপায়ী হিসাবে পরিচিত থাকার জন্য, বেশির ভাগ ছবিতে তাঁকে সাবলীল ভঙ্গিতে দেখা গেছে।[৩] তার শেষ অভিনীত ছবি 'গুমশুদা'। এই ছবির কাহিনীকারও তিনি।
নাট্যগোষ্ঠী
সম্পাদনাবিশ্বনাথন উৎপল দত্তের পিপলস্ লিটিল্ থিয়েটার গ্রুপের এক সদস্য ছিলেন। তারপর তিনি ক্যালকাটা প্লেয়ার্স্ নামে একটি নিজস্ব গ্রুপ গঠন করেন।[৩]
পারিবারিক জীবন
সম্পাদনাএন বিশ্বনাথন বিবাহ করেন প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের দৌহিত্রী, কালিদাস নাগ ও শান্তা দেবীর কনিষ্ঠা কন্যা পারমিতা নাগকে। তাঁদের এক পুত্র অশোক বিশ্বনাথন হলেন বাংলা চলচ্চিত্র নির্মাতা ও নাট্যব্যক্তিত্ব।[৪]
মৃত্যু
সম্পাদনাবিশ্বনাথন মৃত্যুর আগে দীর্ঘকাল অসুস্থ ছিলেন।[৮] তিনি কলকাতার শরৎ বসু রোডের বাসভবনে ৮১ বৎসর বয়সে ২০১০ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর পরলোক গমন করেন।
সংক্ষিপ্ত চলচ্চিত্রসমূহ
সম্পাদনা- পুনশ্চ (১৯৬১)
- কাঞ্চনজঙ্ঘা (১৯৬১) ব্যানার্জির ভূমিকায়
- বর্ণালী (১৯৬৩)
- সুভাষচন্দ্র(১৯৬৬)
- পরিচয় (১৯৭২)
- যে যেখানে দাঁড়িয়ে (১৯৭৪)
- মুনড্রু মুদিচু (১৯৭৬)
- ললিতা (১৯৭৬)
- মোগম মুপাধু বরুশম (১৯৭৬)
- কাভরি মান (১৯৭৯)
- দৌড় (১৯৭৯)
- মুডুপানি (১৯৮০)
- কান শিবানথ্থাল মান সিবাক্কুম (১৯৮৩)
- ভেল্লাই রোজা (১৯৮৩)
- এনাক্কুল ওরুভান (১৯৮৪)
- নিলাভু শুধুভাথিল্লাই (১৯৮৪)
- পতিক্কাতা পান্নাইয়ার (১৯৮৫)
- কিছু সংলাপ কিছু প্রলাপ (১৯৯৯)
- বাবা (২০০২)
- অন্ধকারের শব্দ (২০০৬)
- ব্যতিক্রমী (২০০৬)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Special Correspondent (১৮ নভেম্বর ২০১০)। "Professor Viswanathan passes away"। The Hindu। ২৩ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৩। একের অধিক
|archiveurl=
এবং|আর্কাইভের-ইউআরএল=
উল্লেখ করা হয়েছে (সাহায্য); একের অধিক|archivedate=
এবং|আর্কাইভের-তারিখ=
উল্লেখ করা হয়েছে (সাহায্য); একের অধিক|url-status=
এবং|ইউআরএল-অবস্থা=
উল্লেখ করা হয়েছে (সাহায্য) - ↑ ক খ "Noted professor, acclaimed actor"। The Times of India। ১৮ নভেম্বর ২০১০। ৪ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৩। একের অধিক
|archiveurl=
এবং|আর্কাইভের-ইউআরএল=
উল্লেখ করা হয়েছে (সাহায্য); একের অধিক|archivedate=
এবং|আর্কাইভের-তারিখ=
উল্লেখ করা হয়েছে (সাহায্য); একের অধিক|url-status=
এবং|ইউআরএল-অবস্থা=
উল্লেখ করা হয়েছে (সাহায্য) - ↑ ক খ গ ঘ ঙ "Veteran actor N Viswanathan dead"। Rediff.com। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৩।
- ↑ ক খ অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ৭৩, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
- ↑ Chaki, Rohini (৩ জানুয়ারি ২০০৮)। "In the spell of words"। The Telegraph (Calcutta)। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৩।
- ↑ "9th National Film Awards"। Directorate of Film Festivals। ২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৩।
- ↑ Robinson 2003
- ↑ "Actor N Viswanathan dies at 81"। The Indian Express। ১৮ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৩।