এন৭৬০ (বাংলাদেশ)

বাংলাদেশেরের জাতীয় মহাসড়ক

এন৭৬০ (বাংলাদেশ) বা খুলনা–সাতক্ষীরা মহাসড়ক বাংলাদেশের একটি জাতীয় মহাসড়ক। এই মহাসড়কটি খুলনাসাতক্ষীরা শহরকে সরাসরি সংযুক্ত করেছে। সড়কটি খুলনায় শের-ই-বাংলা সড়ক[] ও সাতক্ষীরায় খুলনা রোড[] নামে পরিচিত।

জাতীয় মহাসড়ক ৭৬০ shield}}
জাতীয় মহাসড়ক ৭৬০
খুলনা-চুকনগর-সাতক্ষীরা সড়ক
খুলনা–সাতক্ষীরা মহাসড়ক
শের-ই-বাংলা সড়ক
খুলনা রোড
মানচিত্র
Zero point, khulna.jpg
খুলনা জিরো পয়েন্ট
পথের তথ্য
দৈর্ঘ্য৫৯.০৩২ কিমি[] (৩৬.৬৮১ মা)
প্রধান সংযোগস্থল
খুলনা প্রান্ত: এন৭–ময়লাপোতা মোড়
প্রধান সংযোগস্থল
সাতক্ষীরা প্রান্ত: এন৭৬৫–খুলনা রোড মোড়
খুলনা জেলার মধ্যে
দৈর্ঘ্য৩৩.৩৮ কিমি[] (২০.৭৪ মা)
সাতক্ষীরা জেলার মধ্যে
দৈর্ঘ্য২৫.৬৫ কিমি[] (১৫.৯৪ মা)
অবস্থান
প্রধান শহর
মহাসড়ক ব্যবস্থা
এন৭১৫ এন৭৬৫

ইতিহাস

সম্পাদনা

এই মহাসড়কটি পূর্বে একটি আঞ্চলিক মহাসড়ক ছিল, যার সাইন ছিল আর৭৬০।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "খুলনা-চুকনগর-সাতক্ষীরা সড়ক"সড়ক ও জনপথ অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৭ 
  2. "খুলনার শেরে বাংলা সড়ক// প্রকল্প 'শেষ' ৩ মাস আগে এখনও চলছে কাজ"দৈনিক খুলনাঞ্চল। ২০২৪-০৪-০৩। ২০২৪-০৯-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৭ 
  3. "সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ"খুলনা গেজেট। ২০২৪-০৭-১৬। ২০২৪-০৯-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৭ 
  4. মোঃ শাহ আলম (২০১৮-০১-২৪)। "খুলনা-সাতক্ষীরা সড়ক প্রশস্তকরণে কর্মযজ্ঞ!"প্রতিদিনের সংবাদ। ২০২৪-০৯-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৭