এন্নোর বন্দর
এন্নোর বন্দর হল তামিলনাড়ু রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বন্দর। বর্তমানে এই বন্দরটি দপ্তরিক ভাবে নাম রাখা হয়েছে কামারাজার পোর্ট লিমিটেড।[৩] বন্দর টি চেন্নাই বন্দর থেকে ২৪ কিলোমিটার (১৫ মা) উত্তর দিকে করমন্ডোল উপকূলে অবস্থিত। এই বন্দরটি ভারতের প্রথম বেসরকারি প্রধান বন্দর। বন্দরটি ২০০১ সালে প্রথম চালু হয়। ২০১১-২০১২ সালে বন্দরটির পণ্য পরিবহন ক্ষমতা ছিল ৩০ মিলিয়ন টন। এই বন্দরে ৩২ শতাংশ অংশিদারিত্ব রয়েছে চেন্নাই বন্দর-এর। বাকি ৬৮ শতাংশ অংশিদারিত্ব কামরাজার পোর্ট লিমিটেডের। ২০১৪-২০১৫ সালে এই বন্দরটি ৩০.২৫ মিলিয়ন টন পণ্য পরিবহন করেছে এবং ২০১২-২০১৩ সালে বন্দরে ৪৭৫ টি জাহাজ নোঙর করেছ এবং পণ্য খালাস ও পরিবহন করেছে। এটি বর্তমানে দেশের (২০১৪-২০১৫ সালের হিসাবে) ১০ তম বৃহত্তম বন্দর। বন্দরের প্রোতাশ্রয়টি ১৩.৫ মিটার (৪৪ ফু) গভীর। বন্দরটিতে মোট ৮৬ জন কর্মচারী নিযুক্ত রয়েছে।
কামারাজার পোর্ট লিমিটেড | |
---|---|
অবস্থান | |
দেশ | ভারত |
অবস্থান | এন্নোর, চেন্নাই, তামিলনাড়ু |
স্থানাঙ্ক | ১৩°১৫′০৬″ উত্তর ৮০°১৯′৩৭″ পূর্ব / ১৩.২৫১৬৪° উত্তর ৮০.৩২৬৮৩° পূর্ব |
বিস্তারিত | |
চালু | ২০০১ |
পরিচালনা করে | কামারাজার পোর্ট লিমিটেড |
মালিক | কামারাজার পোর্ট লিমিটেড |
পোতাশ্রয়ের ধরন | সমুদ্র বন্দর (কৃত্রিম) |
উপলব্ধ নোঙরের স্থান | ৪ |
কর্মচারী | ৮৬ |
চেয়ারম্যান ও ব্যবস্থাপক | এম এ ভাষকরাচার |
ধারণ ক্ষমতা | ৩০.০০ মিলিয়ন টন (২০১২-২০১৩)[১] |
প্রধান পণ্য | Thermal coal, iron ore, LNG, POL, chemical and other liquids, crude and other bulk and rock mineral products |
UN/LOCODE | INENR |
পরিসংখ্যান | |
বার্ষিক কার্গো টন | ৩০.৪৫ মিলিয়ন টন (২০১৭-২০১৮)[২] |
বার্ষিক আয় | ₹ ১৬৬.৬৫ কোটি (ইউএস$ ২০.৩৭ মিলিয়ন) (২০১০-২০১১) |
মোট আয় | ₹ ৭০.৬৪ কোটি (ইউএস$ ৮.৬৩ মিলিয়ন) (২০১০-২০১১) |
জলযানের সংখ্যা | ৪৭৫ (২০১২-২০১৩) |
ওয়েবসাইট http://www.ennoreport.gov.in |
ইতিহাস
সম্পাদনাএন্নোর বন্দরটি গড়া হয় চেন্নাই বন্দরের উপর চাপ কমাতে। এটি চেন্নাই বন্দরের উপকন্ঠিয় বন্দর হিসাবে নির্মাণ করা হয়েছে। তামিলনাড়ু বিদ্যুৎ পর্ষদ তামিল নাড়ুর বিদ্যুৎ কেন্দ্রে কয়লা যোগানের লক্ষ্যে এন্নোর বন্দর গঠনের কথা বলে। এই বন্দরটি চেন্নাইবন্দরের কয়লা পরিবহনকে কমিয়ে আনে। এছাড়া লক্ষ্য ছিল এই বন্দরের দ্বারা এলএনজি আমদানির। এই সমস্ত লক্ষ্যে ২০০১ সালে এন্নোর বন্দরের কার্যকম শুরু হয়। ২০১৪ সালে এন্নোর বন্দরের নাম পরিবর্তন করে কামরাজার বন্দর রাখা হয়েছে।
প্রধান পণ্য-দ্রব্য
সম্পাদনাবন্দরটির প্রধান পণ্য হল কয়লা। এই কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা হয়। এছাড়া এই বন্দর দ্বারা এলএনজি আমদানি করা হয়। বন্দরটি দ্বারা গাড়ি রপ্তানি করা হয়। বন্দরটির অন্যান্য পণ্য দ্রব্য হল লৌহ আকরি, রাসায়নিক দ্রব্য, খনিজ তেল প্রভৃতি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Performance of Major Ports" (pdf)। Government of India, Ministry of Shipping। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Traffic handled at major ports" (url)। Hindu Businessline। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Official site of Kamarajar Port Limited"। সংগ্রহের তারিখ ২৬-০১-২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)