এন্তিসার আমের
এন্তিসার মোহাম্মেদ আমের (আরবি: انتصار عامر) (জন্ম ৩ ডিসেম্বর ১৯৫৬) হচ্ছেন ষষ্ঠ মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির স্ত্রী এবং খালাতো বোন এবং তিনি ২০১৪ সালের ৮ই জুন থেকে মিশরের ফার্স্ট লেডি হিসেবে নিয়োজিত রয়েছেন।
এন্তিসার আমের | |
---|---|
মিশরের ফার্স্ট লেডি | |
অনুমিত ভূমিকা ৮ জুন ২০১৪ | |
রাষ্ট্রপতি | আবদেল ফাত্তাহ আল-সিসি |
পূর্বসূরী | নাজলা মাহমুদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | এন্তিসার মোহাম্মেদ আমের ৩ ডিসেম্বর ১৯৫৬ কায়রো, মিশর |
দাম্পত্য সঙ্গী | আবদেল ফাত্তাহ আল-সিসি |
সন্তান | মুস্তফা, মাহমুদ, হাসান ও আয়া |
শিক্ষা
সম্পাদনাআমের ১৯৭৭ সালে এল আব্বাসিয়া হাই স্কুল থেকে তার হাই স্কুল ডিপ্লোমা লাভ করেন। তিনি আইন-শামস বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ হতে ব্যাচেলর অব কমার্স ডিগ্রী লাভ করেন।
পরিবার
সম্পাদনাআবদেল ফাত্তাহ এল-সিসির সামরিক একাডেমি থেকে স্নাতক সম্পূর্ণ হওয়ার পর ১৯৭৭ সালে আমের ও এল-সিসির বিয়ে হয়েছিল। তাদের তিন পুত্র এবং এক মেয়ে রয়েছে: মাহমুদ, মোস্তফা, হাসান ও আয়া।[১]
৩০ই জুনে মিশরের সামরিক অভ্যুত্থানের পর মিশরের রাষ্ট্রপতি হিসেবে তার স্বামীর নিয়োগে আমের মিশরের মিশরের ফার্স্ট লেডি হন। ৩ জুলাই ২০১৩ থেকে ৭ জুন ২০১৪ পর্যন্ত পরিবর্তনকালীন সময়ে বিচারক অ্যাদলি মনসুরকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর সিসি প্রেসিডেন্ট পদে জয়লাভ করেন এবং পরে ৮ই জুন ২০১৪-এ শপথ গ্রহণ করেন।
তথ্যসূত্র
সম্পাদনাসম্মানজনক পদবীসমূহ | ||
---|---|---|
পূর্বসূরী নাজলা মাহমুদ |
মিশরের ফার্স্ট লেডি ২০১৪ – বর্তমান |
নির্ধারিত হয়নি |