এন্টার দ্য ভয়েড
২০০৯-এর চলচ্চিত্র
এন্টার দ্য ভয়েড ২০০৯ সালে নির্মিত ইংলিশ ভাষা নির্ভর ফ্রেন্স ফ্যন্টাসি ড্রামা চলচ্চিত্র। চলচ্চিত্রটির গল্প গরে উঠেছে অস্কার নামের আমেরিকান ড্রাগ ডিলারকে কেন্দ্র করে, যাকে পুলিশ জাপানি একটি নিয়নলাইট ক্লাব থেকে গুলি করে এবং পরবর্তী সব ঘটনা অদৃশ্য দেহে অনুভব করে। চলচ্চিত্রটি ফার্স্ট পারসন পয়েন্ট অব ভিও থেকে নির্মাণ করা। পরিচালক গ্যাস্পার নিও এটিকে 'সাইকেডেলিক মেলোড্রামা হিসেবে বিবেচিত করেছেন।