ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি

বাংলাদেশের ব্যাংক
(এনসিসি ব্যাংক লিমিটেড থেকে পুনর্নির্দেশিত)

এনসিসি ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।[] ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ -এ নিবন্ধিত।

এনসিসি ব্যাংক পিএলসি
ধরনপাবলিক লিমিটেড কোম্পানি
শিল্পব্যাংকিং
প্রতিষ্ঠাকাল১৯৮৫
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
প্রধান ব্যক্তি
এম. শামসুল আরেফিন (এমডি ও সিইও কারেন্ট চার্জ )
পণ্যসমূহব্যাংকিং পরিষেবা
ওয়েবসাইটঅফিশিয়াল ওয়েবসাইট

বিনিয়োগ কোম্পানি হিসাবে ১৯৮৫ সালে এনসিসি ব্যাংক গঠন করা হয় শিল্প ও বাণিজ্য খাতকে সহায়তা করার উদ্দেশ্যে। ১৯৯২ সালে পর্যন্ত এটি ১৬টি শাখা নিয়ে পরিচালিত হয়। এবপর ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংক এর অনুমতিক্রমে পূর্ণ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। []

ব্যাংকিং পরিষেবা

সম্পাদনা

এনসিসি ব্যাংক পিএলসি গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের ব্যাংকিং পরিসেবা দিয়ে থাকে।

ব্যাংকিং কার্যক্রম

সম্পাদনা

বর্তমানে (September, 2022) ব্যাংকিং শাখা 125টি (৮টি এসএমই শাখাসহ)।[]

বর্তমানে (September, 2022) এটিএম বুথ সংখ্যা 149 টি। []

মোবাইল ব্যাংকিং

সম্পাদনা

বর্তমানে এনসিসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং চালু নেই।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "NCC Bank diversifies activities"The Financial Express। Dhaka। ২৭ আগস্ট ২০০৭। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৩ 
  2. "কোম্পানি প্রফাইল"। ২০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪ 
  3. ব্রাঞ্চ
  4. "এটিএম"। ২০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা