এনগাইরংবাম বিজয় সিংহ

ভারতীয় রাজনীতিবিদ

ডাঃ এনগাইরংবাম বিজয় সিংহ (জন্ম: ১ মার্চ ১৯৪৬, ইম্ফল) ভারতের মণিপুরের একজন চিকিৎসক এবং রাজনীতিবিদ। তিনি গুয়াহাটিতে মেডিসিন এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টারে মূত্রব্যবস্থা-বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। তিনি রিমসের পরিচালক নিযুক্ত হন[অস্পষ্ট] জুন ১৯৯৬ সালে। ২০০৩ সালে তিনি মণিপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। [] ২০০৭ সালে তিনি মণিপুর পিপলস পার্টির প্রার্থী হিসাবে খুরাই আসন থেকে মণিপুরের বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। []

তথ্যসূত্র

সম্পাদনা