এডওয়ার্ড সিজরহ্যান্ড্স
এডওয়ার্ড সিজরহ্যান্ড্স (ইংরেজি ভাষায়: Edward Scissorhands) ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন রূপকথার চলচ্চিত্র। ছবিটি রচনা করেছেন টিম বার্টন ও ক্যারোলিন থম্পসন আর পরিচালনা করেছেন টিম বার্টন। এতে এডওয়ার্ড চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ আর কিম বোগ্স চরিত্রে ছিলেন উইনোনা রাইডার।
এডওয়ার্ড সিজরহ্যান্ড্স | |
---|---|
পরিচালক | টিম বার্টন |
প্রযোজক | Denise Di Novi টিম বার্টন |
রচয়িতা | টিম বার্টন (গল্প) ক্যারোলিন থম্পসন (গল্প ও চিত্রনাট্য) |
সুরকার | Danny Elfman |
চিত্রগ্রাহক | Stefan Czapsky |
সম্পাদক | Colleen Halsey Richard Halsey |
পরিবেশক | টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স |
মুক্তি | ৭ই ডিসেম্বর, ১৯৯০ (যুক্তরাষ্ট্র) ২১শে মার্চ, ১৯৯১ (অস্ট্রেলিয়া) ২৬শে জুলাই, ১৯৯১ (যুক্তরাজ্য) |
স্থিতিকাল | ১০৫ মিনিট[১] |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | ২০,০০০,০০০ ডলার[২] |
আয় | ৮৬,০২৪,০০৫ ডলার (বিশ্বব্যাপী)[২] |
কাহিনী
সম্পাদনাকাহিনী আবর্তিত হয়েছে এই এডওয়ার্ডকে কেন্দ্র করে স্বাভাবিক হাত নেই, তার বদলে আছে কাচির গুচ্ছ। এক বৃদ্ধ উদ্ভাবক সম্পূর্ণ নতুন মানুষ হিসেবে তাকে তৈরি করেছিলেন। প্রথমে তার হাত বানিয়েছিলেন কাচি দিয়ে। তার ইচ্ছা ছিল এডওয়ার্ডকে স্বাভাবিক হাত তৈরি করে দেয়ার। কিন্তু সেটা করার আগেই তিনি মারা যান। অসম্পূর্ণ এডওয়ার্ড সম্পূর্ণ একাকি হয়ে পড়ে। আমেরিকার সাধারণ এক উপশহরের অদূরে বিশাল অট্টালিকায় যখন তার দিন কাটছিল সে সময় উপশহরের এক মহিলা তার খোঁজ পায়। সে এডওয়ার্ডকে নিজের বাসায় নিয়ে যায়। সেখান থেকেই কাহিনীর শুরু।
ছবিটিকে কমেডি নাট্য ধরনের বলা যেতে পারে। এর অন্যতম আকর্ষণ ছিল আমেরিকার উপশহরগুলোর প্রাকৃতিক দৃশ্য ও জীবনধারার সুন্দর রূপায়ন। এক্ষেত্রে ১৯৫০, ৬০ ও ৮০-'র দশকের স্টাইল অনুসরণ করা হয়েছে। এডওয়ার্ড সিজরহ্যান্ড্স এর ধারণার সাথে মেরি শেলি রচিত কালজয়ী মার্কিন গোথিক উপন্যাস ফ্রাংকেনস্টাইন এর মিল আছে। এছাড়া ফরাসি কিংবদন্তি La Belle et la Bête (সৌন্দর্য্য ও পশু) এর সাথেও কিছুটা মিল লক্ষ্য করা যায়।
চরিত্রসমূহ
সম্পাদনা- জনি ডেপ - এডওয়ার্ড সিজরহ্যান্ড্স (কাচি দিয়ে তৈরি হাতবিশিষ্ট)
- উইনোনা রাইডার - কিম বোগ্স (এডওয়ার্ড যার প্রেমে পড়ে)
- ডায়ান ওয়াইস্ট - পেগ বোগ্স (কিমের মা)
- অ্যান্থনি মাইকেল হল - জিম (কিমের প্রাক্তন প্রেমিক)
- ক্যাথি বেকার - জয়েস (প্রতিবেশী)
- রবার্ট অলিভারি - কেভিন বোগ্স (কিমের ছোট ভাই)
- অ্যালান আর্কিন - বিল বোগ্স (কিমের বাবা)
- ভিনসেন্ট প্রাইস - উদ্ভাবক
প্রতিক্রিয়া
সম্পাদনারটেন টম্যাটোস-এ মোট ৪২টি রিভিউ সংগ্রহ করা হয়েছে যাতে গড় রেটিং দাড়িয়েছে ৯৩%। অবশ্য ফ্রেশ ও রটেন এর হিসাব করলে রেটিং দাড়ায় ৮০%। রোলিং স্টোনের পিটার ট্র্যাভার্স বলেন, "বার্টন ফ্রাংকেনস্টাইনের গল্পকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এটা বছরের অন্যতম সেরা কমিক এবং রোমান্টিক রূপকথার ছবি।" তিনি আরও বলেন, "এডওয়ার্ড সিজরহ্যান্ড্স মোটেই নিখুঁত না বরং তার চেয়ে বেশি: বিশুদ্ধ জাদু"।
মুক্তির সময় আশানুরূপ বক্স অফিস সাফল্য লাভ করতে পারেনি। টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স আশা করেছিল বার্টনের ব্যাটম্যান আর স্পিলবার্গের ইটি'র চেয়েও বেশি আয় করবে এই ছবি। কিন্তু বাস্তবে তা হয়নি। অবশ্য কিছুটা প্রচারণা ও বিজ্ঞাপনের পর বেশ ভালই আয় করছিল। অন্তত ছবির বাজেটের চেয়ে আয় অনেক বেশিই হয়েছিল। ২০০৩ সালে এন্টারটেইনমেন্ট ডেইলি ছবিটিকে কাঁদাতে পারে সর্বকালের সেরা এমন ছবিগুলোর তালিকায় স্থান দিয়েছে।
পুরস্কারসমূহ
সম্পাদনা- বাফটা পুরস্কার - সেরা নির্মাণ ডিজাইন
- ৬৪তম একাডেমি পুরস্কার মনোনয়ন - সেরা অঙ্গসজ্জা
- গোল্ডেন গ্লোব পুরস্কার মনোনয়ন - সেরা অভিনেতা - সঙ্গীতধর্মী বা কমেডি (জনি ডেপ)
- গ্র্যামি অ্যাওয়ার্ড মনোনয়ন - সেরা সঙ্গীত স্কোর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "EDWARD SCISSORHANDS"। British Board of Film Classification। ১৪ ডিসেম্বর ১৯৯০।
- ↑ ক খ "Edward Scissorhands"। Box Office Mojo। ৭ ডিসেম্বর ১৯৯০।