এডওয়ার্ড স্যাপির
(এডওয়ার্ড সাপির থেকে পুনর্নির্দেশিত)
এডওয়ার্ড সাপির (জানুয়ারি ২৬, ১৮৮৪ – ফেব্রুয়ারি ৪, ১৯৩৯) একজন জার্মান বংশোদ্ভুত মার্কিন নৃতাত্ত্বিক ও ভাষাবিজ্ঞানী। তিনি মার্কিন সাংগঠনিক ভাষাবিজ্ঞানের প্রধান। সাপির-হোর্ফ প্রকল্প নামে বহুল পরিচিত তত্ত্বের অন্যতম স্রষ্টা। ভাষাবিজ্ঞানের বেশ কয়েকটি ঘরানার এবং কয়েক প্রজন্মের ভাষাবিজ্ঞানীর ওপর প্রভাব বিস্তার করে মার্কিন ভাষাবিজ্ঞানের সবচেয়ে প্রভাবশালী আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। [১][২]
এডওয়ার্ড সাপির | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ফেব্রুয়ারি ৪, ১৯৩৯ | (বয়স ৫৫)
নাগরিকত্ব | American |
মাতৃশিক্ষায়তন | কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | সাপির-হোর্ফ প্রকল্প |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ভাষাবিজ্ঞান,নৃবিজ্ঞান) |
প্রতিষ্ঠানসমূহ | শিকাগো বিশ্ববিদ্যালয়), কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, ইয়েল বিশ্ববিদ্যালয়) |
জীবন ও কর্ম
সম্পাদনাসাপির পমেরেনিয়ার লরেনবার্গে এক গোঁড়া ইহুদি পরিবারে জন্ম গ্রহণ করেন। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তারঁ পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আভিবাসন করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Edward Sapir"। Encyclopædia Britannica।
- ↑ Sapir, Edward. (2005). In Encyclopedia of Cognitive Science. www.credoreference.com/entry/wileycs/sapir_edward