এডওয়ার্ড স্যাপির

(এডওয়ার্ড সাপির থেকে পুনর্নির্দেশিত)

এডওয়ার্ড সাপির (জানুয়ারি ২৬, ১৮৮৪ – ফেব্রুয়ারি ৪, ১৯৩৯) একজন জার্মান বংশোদ্ভুত মার্কিন নৃতাত্ত্বিক ও ভাষাবিজ্ঞানী। তিনি মার্কিন সাংগঠনিক ভাষাবিজ্ঞানের প্রধান। সাপির-হোর্ফ প্রকল্প নামে বহুল পরিচিত তত্ত্বের অন্যতম স্রষ্টা। ভাষাবিজ্ঞানের বেশ কয়েকটি ঘরানার এবং কয়েক প্রজন্মের ভাষাবিজ্ঞানীর ওপর প্রভাব বিস্তার করে মার্কিন ভাষাবিজ্ঞানের সবচেয়ে প্রভাবশালী আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। [][]

এডওয়ার্ড সাপির
এডওয়ার্ড সাপির, ফ্লোরেন্স এম হেন্ডারশট, শিকাগো, ৩য় কর্তৃক তোলা ছবি।
জন্ম(১৮৮৪-০১-২৬)২৬ জানুয়ারি ১৮৮৪
মৃত্যুফেব্রুয়ারি ৪, ১৯৩৯(1939-02-04) (বয়স ৫৫)
নাগরিকত্বমার্কিন যুক্তরাষ্ট্র American
মাতৃশিক্ষায়তনকলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণসাপির-হোর্ফ প্রকল্প
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রভাষাবিজ্ঞান,নৃবিজ্ঞান)
প্রতিষ্ঠানসমূহশিকাগো বিশ্ববিদ্যালয়), কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, ইয়েল বিশ্ববিদ্যালয়)

জীবন ও কর্ম

সম্পাদনা

সাপির পমেরেনিয়ার লরেনবার্গে এক গোঁড়া ইহুদি পরিবারে জন্ম গ্রহণ করেন। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে তারঁ পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আভিবাসন করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Edward Sapir"Encyclopædia Britannica 
  2. Sapir, Edward. (2005). In Encyclopedia of Cognitive Science. www.credoreference.com/entry/wileycs/sapir_edward