এট্‌সখার ডেইক্‌স্ট্রা

এট্‌স্খার ওয়েইবে ডেইক্‌স্ট্রা (ওলন্দাজ: Edsger Wybe Dijkstra; আ-ধ্ব-ব: ˈɛtˌsxər ˈwɛɪbə ˈdɛɪkˌstra) (মে ১১, ১৯৩০ – আগস্ট ৬, ২০০২) একজন ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী, প্রোগ্রামার, সফটওয়্যার প্রকৌশলী, সিস্টেম বিজ্ঞানী, বিজ্ঞান প্রবন্ধকার। [][] টুরিং পুরস্কার সহ বহু সম্মানে অভিষিক্ত ডেইক্‌স্ট্রাকে কম্পিউটার বিজ্ঞানের ইতিহাসের প্রধানতম বিজ্ঞানীদের একজন মনে করা হয়।

এট্‌সখার ডেইক্‌স্ট্রা (আলোকচিত্রগ্রাহক: ব্রায়ান র‌্যান্ডেল)

ডেইক্‌স্ট্রা ১৯৭২ সালে প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে মৌলিক অবদানের জন্য টুরিং পুরস্কার লাভ করেন। তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিনে ১৯৮৪ থেকে ২০০২ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত কম্পিউটার বিজ্ঞানের শ্লুমবার্গার সেন্টেনিয়াল চেয়ার ছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Edsger Dijkstra | Dutch computer scientist" 
  2. Istrail (2008). "A prolific writer, he [Dijkstra] authored more than 1,300 papers, many written by hand in his precise and elegant script. They were essays and parables; fairy tales and warnings; comprehensive explanation and pedagogical pretext. Most were about mathematics and computer science; others were trip reports that are more revealing about their author than about the people and places visited. This “Dijkstranian style” of writing flourished on the frontier between technical computing science and the philosophy substantiating its distinguished development. It was his habit to copy each paper and circulate it to a small group of colleagues who would copy and forward the papers to another limited group of scientists. (...) I read them with joy and excitement and my love for mathematics and computer science has been influenced in no small measure by his works."