আল্কমার জানস্ট্রেক ([ˈɑlkmaːr ˈzaːnstreːk]; সাধারণত এজেড আল্কমার অথবা শুধুমাত্র এজেড (ওলন্দাজ উচ্চারণ: [aːˈzɛt]) নামে পরিচিত) হচ্ছে আল্কমার ভিত্তিক একটি ওলন্দাজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে নেদারল্যান্ডসের শীর্ষ স্তরের ফুটবল লীগ এরেডিভিজিতে খেলে। এই ক্লাবটি ১৯৬৭ সালের ১০ই মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে।[] আল্কমার তাদের সকল হোম ম্যাচ আল্কমারের এএফএএস স্টাডিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৭,০২৩। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আর্নে স্লট এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রেনে নেলিসেন। ওলন্দাজ মধ্যমাঠের খেলোয়াড় টোন কোপমেইনার্স এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

এজেড
পূর্ণ নামআল্কমার জানস্ট্রেক
ডাকনামচিজহেড
সংক্ষিপ্ত নামএজেড
প্রতিষ্ঠিত১০ মে ১৯৬৭; ৫৭ বছর আগে (1967-05-10)
মাঠএএফএএস স্টাডিওন
ধারণক্ষমতা১৭,০২৩
নির্বাহী পরিচালক
প্রযুক্তিগত পরিচালক
নেদারল্যান্ডস রবার্ট এইনর্ন
নেদারল্যান্ডস মাক্স হইবার্টস
সভাপতিনেদারল্যান্ডস রেনে নেলিসেন
ম্যানেজারনেদারল্যান্ডস আর্নে স্লট
লিগএরেডিভিজি
২০১৯–২০২য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, এজেড এপর্যন্ত ১১টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি এরেডিভিজি শিরোপা, ৩টি ইরস্টে ডিভিজি শিরোপা, ১টি টুয়েডে ডিভিজি, ৪টি কেএনভিবি কাপ শিরোপা এবং ১টি ইয়োহান ক্রুইফ শিল্ড শিরোপা রয়েছে। ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এজেড-এ সবচেয়ে বড় হচ্ছে ১৯৮০–৮০ উয়েফা কাপের ফাইনালে পৌঁছানো; যেখানে তারা ইপ্সউইচ ফুটবল ক্লাবের কাছে ৫–৪ গোলে হারে গিয়েছিল।

ঘরোয়া

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা