এক পা আগে, দুই পা পিছে

ভ্লাডিমির লেনিন রচিত একটি বই

এক পা আগে, দুই পা পিছে (রুশ: Шаг вперёд, два шага назад) হচ্ছে ভ্লাদিমির লেনিন লিখিত ১৯০৪ সালের মে মাসে প্রকাশিত একটি বই। এই বইয়ে তিনি মেনশেভিকদের বিরুদ্ধে চূড়ান্ত সংগ্রামে নামা এবং পার্টির পক্ষে, রাশিয়ার বিপ্লবী আন্দোলনের পক্ষে মেনশেভিকবাদের বিপদসমূহকে বিশ্লেষণ করে দেখান।[]

এক পা আগে, দুই পা পিছে
Шаг вперёд, два шага назад
লেখকভ্লাদিমির লেনিন
মূল শিরোনামШаг вперёд, два шага назад
দেশরুশ সাম্রাজ্য
ভাষারুশ
প্রকাশনার তারিখ
১৯০৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. অবিচকিন, গ. দ.; অস্ত্রউখভা, ক. আ.; পানক্রাতভা, ম. ইয়ে.; স্মিনর্ভা, আ. প. (১৯৭১)। ভ্লাদিমির ইলিচ লেনিন সংক্ষিপ্ত জীবনী (১ সংস্করণ)। মস্কো: প্রগতি প্রকাশন। পৃষ্ঠা ৬০। 

বহিঃসংযোগ

সম্পাদনা