একা (অভিনেত্রী)
একা (শাহিদা আরবী সিমন) হলেন একজন বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী ও মডেল যিনি চলচ্চিত্র ও টিভি নাটকে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত 'ধর"ও "তেজি' সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। [১] তিনি ত্রিশটিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।[২]
একা | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনেত্রী মডেল |
জীবনী
সম্পাদনাতোজাম্মেল হক বকুল পরিচালিত "রঙিন রাখাল রাজা" সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে। তবে ব্যবসায়ীকভাবে ‘রাখাল রাজা’ চলচ্চিত্রটি সফল হয়নি। ১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত তেজী চলচ্চিত্রে মান্নার বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে জনপ্রিয়তা লাভ করেন। ছবি দুটিতে মান্না ছিল তার নায়ক। এই সময় থেকে তিনি চলচ্চিত্রে 'একা' নামে আভিনয় শুরু করেন। পরে রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো, অমিত হাসান ও সাকিব খানের সাথে সঙ্গে জুটি হয়ে অন্তত ৩০টি সিনেমায় অভিনয় করেছেন। [৩] সর্বশেষ ২০০৮ সালে তাকে বাহাদুর সন্তান সিনেমায় দেখা গিয়েছে। তিনি দেশের বাইরেও ছিলেন কিছু দিন। [৩]
চলচ্চিত্র তালিকা
সম্পাদনা- তেজী[২]
- টপ টেরর
- চরম অপমান
- ধর[২]
- বাহাদুর সন্তান[১]
- হুমকির মুখে
- রঙ্গীন রাখাল রাজা
- হিংস্র থাবা
- গরীবের সম্মান
- বাবা কেন আসামী
- কালো চশমা
- বস্তির শাহেনশাহ
- রাজ গোলাম[১]
- বাংলার সৈনিক
- আমি গুন্ডা আমি মাস্তান
- পুলিশ অফিসার[১]
- জন্মশত্রু
- জিন্দা দাফন
- কদম আলী মাস্তান
- গ্যাংস্টার
- দৌড়
- অসীম শক্তি
- ওপেন চ্যালেঞ্জ
- আজকের দাপট[২]
- মানিক বাদশা
- আখেরী জবাব
- মরন নিয়ে খেলা[১]
- পাগলা হাওয়া
আটক
সম্পাদনাগৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ২০২১ সালের জুলাই মাসে পুলিশ তাকে আটক করে।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ "'আমাকে কাজ করতে দেয়া হয়নি'"। মানবজমিন। ১৭ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ গ ঘ "হারিয়ে যাওয়া নায়িকারা"। ইত্তেফাক। ১৪ মার্চ ২০১৯। ১৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ ক খ "হারিয়ে যাওয়া নায়িকারা"। মানবজমিন। ২৬ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "সেই একা, এই একা" (ইংরেজি ভাষায়)। ২০২১-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৪।