অ্যাথলেটিক ফুটবল ক্লাব বোর্নমাথ (/ˈbɔːrnməθ/ (শুনুন), ইংরেজি: AFC Bournemouth; এছাড়াও এএফসি বোর্নমাথ নামে পরিচিত) হচ্ছে বোর্নমাথ ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি প্রথমে ১৮৯০ সালে বস্কোম্ব জন'স ইন্সিটিউট নামে এবং ১৮৯৯ সালে বস্কোম্ব ফুটবল ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এএফসি বোর্নমাথ তাদের সকল হোম ম্যাচ ঐতিহ্যগতভাবে বোর্নমাথের ডিন কোর্টে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১১,৩৬৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আন্দোনি ইরাওলা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন বিল ফোলি। বর্তমানে ব্রাজিলীয় গোলরক্ষক নেতো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

এএফসি বোর্নমাথ
পূর্ণ নামঅ্যাথলেটিক ফুটবল ক্লাব বোর্নমাথ[]
ডাকনামদ্য চেরিস, বস্কোম্বস
সংক্ষিপ্ত নামএএফসিবি
প্রতিষ্ঠিত১৮৯৯; ১২৫ বছর আগে (1899)
(বস্কোম্বস ফুটবল ক্লাব হিসেবে)
মাঠডিন কোর্ট
ধারণক্ষমতা১১,৩৬৪[]
মালিকতুর্কোয়া বিদকো লিমিটেড[]
ব্ল্যাক নাইট ফুটবল অ্যান্ড এন্টারটেইনমেন্ট[]
সভাপতিমার্কিন যুক্তরাষ্ট্র বিল ফোলি
ম্যানেজারস্পেন আন্দোনি ইরাওলা
লিগপ্রিমিয়ার লিগ
২০২২–২৩১৫তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এএফসি বোর্নমাথ এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ইএফএল চ্যাম্পিয়নশিপ শিরোপা অন্যতম।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Dunne, Michael (মে ২০১৮)। Dean Court Days: Harry Redknapp's Reign at Bournemouthআইএসবিএন 9781785314186। ২০ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৮ 
  2. "Premier League Handbook 2019/20" (পিডিএফ)। Premier League। পৃষ্ঠা 4। ২৭ জুলাই ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২০ 
  3. "Company details"। AFC Bournemouth। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২০ 
  4. Tanner, Jack (১৩ জানুয়ারি ২০২৩)। "Bill Foley outlines Black Knight Football Club structure"Bournemouth Daily Echo। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা