এই ঘর এই সংসার
১৯৯৬ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র
এই ঘর এই সংসার হল ১৯৯৬ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এটি রচনা ও পরিচালনা করেছেন মালেক আফসারী। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার।
এই ঘর এই সংসার | |
---|---|
পরিচালক | মালেক আফসারী |
রচয়িতা | মালেক আফসারী |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলম খান |
চিত্রগ্রাহক | এম এ বুখারী |
সম্পাদক | জিন্নাত হোসেন |
প্রযোজনা কোম্পানি | খলিল ফিল্মস |
পরিবেশক | রোজী ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫৫ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৯৬ সালের ৫ই এপ্রিল বাংলাদেশে মুক্তি পায়।[২] এটি সে বছরের অন্যতম সুপারহিট চলচ্চিত্র।[৩]
কুশীলব
সম্পাদনা- সালমান শাহ - মিন্টু
- বৃষ্টি - জুলি
- রোজী আফসারী - মমতা
- বুলবুল আহমেদ - শহীদুল্লাহ খান
- আলীরাজ - চিন্টু
- তমালিকা কর্মকার - সাইকা
- খলিলউল্লাহ খান - জহিরউদ্দিন চৌধুরী, জুলির বাবা
- তন্দ্রা ইসলাম - ফরিদা বেগম, সাইকার মা
- নাসির খান - আক্কেল আলী
- দুলারী চক্রবর্তী - আক্কেল আলীর স্ত্রী
- দিলদার - দিলদার
- মজিদ বঙ্গবাসী
- সুষমা - জলহস্তিনী
- সৈয়দ আখতার আলী - চিন্টুর সহকর্মী
- এ কে কুরেশী - কলেজের অধ্যক্ষ
সঙ্গীত
সম্পাদনাএই ঘর এই সংসার চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। গীত রচনা করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান ও মিল্টন খন্দকার।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | গীতিকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "সুখ সুখ সুখিয়া" | আগুন ও রিজিয়া পারভীন | ||
২. | "আপা তুই রাগ করিস না" | মলয় চাকি | ||
৩. | "নারীর কারণে" | সুবীর নন্দী | ||
৪. | "তেঁতুলপাতা তেঁতুলপাতা" | রিজিয়া পারভীন, আগুন | ||
৫. | "আমাদের ছোট নদী" | এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, আগুন | ||
৬. | "পাগল করা আদরে" | মোহাম্মদ রফিকউজ্জামান | রুনা লায়লা |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Archive Movie List - 1996"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'এই ঘর এই সংসার'-এর রিমেক চান দর্শক"। পরিবর্তন। ২৯ সেপ্টেম্বর ২০১৭। ১৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "যেসব পরিচালকদের ছবিতে কাজ করেছিলেন সালমান শাহ"। জাগো নিউজ (ইংরেজি ভাষায়)। ৬ সেপ্টেম্বর ২০১৭। ৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে এই ঘর এই সংসার
- ইন্টারনেট মুভি ডেটাবেজে এই ঘর এই সংসার (ইংরেজি)