উর্ফি জাবেদ
উর্ফি জাবেদ হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি এএলটিবালাজিতে প্রচারিত বড় ভাইয়া কি দুলহানিয়া সিরিজে অবনীর চরিত্রে অভিনয় করার জন্য বেশি পরিচিত।
উর্ফি জাবেদ | |
---|---|
জন্ম | লখনউ, উত্তর প্রদেশ, ভারত | ১৫ অক্টোবর ১৯৯৭
জাতীয়তা | ভারতীয় |
পেশা |
|
কর্মজীবন | ২০১৬–বর্তমান |
পরিচিতির কারণ | বাড়ে ভাইয়া কি দুলহানিয়া |
ব্যক্তিগত জীবন
সম্পাদনাউরফি জাবেদ ১৯৯৮ সালের ১৫ই অক্টোবরে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখনউতে জন্মগ্রহণ করেন। তিনি লখনউয়ের নাম করা বিদ্যালয় সিটি মন্টেসরি স্কুল থেকে তার স্কুল জীবন সমাপ্ত করেন। তিনি অ্যামিটি বিশ্ববিদ্যালয়, লখনউয়ে থেকে গণযোগাযোগে স্নাতক করেন।[১]
কর্মজীবন
সম্পাদনা২০১৬ সালে, উর্ফি জাভেদ সনি টিভির বড় ভাইয়া কি দুলহানিয়া-তে অবনী চরিত্রে অভিনয় করে নজর কাড়েন।[২] ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত, তিনি স্টার প্লাস চ্যানেলের চন্দ্র নন্দিনীতে ছায়ার চরিত্রে অভিনয় করেন। তারপর, তিনি স্টার প্লাসেরই মেরি দুর্গা সিরিজে আরতির চরিত্রে অভিনয় করেন।[৩]
তিনি, ২০১৮ সালে সাব টিভির সাত ফেরো কি হেরা ফেরিতে কামিনী জোশীর চরিত্রে, কালারস টিভির বেপান্না সিরিজে বেলা কপুররের চরিত্রে, স্টার ভারতের জিজি মা সিরিজে পিয়ালীর চরিত্রে এবং অ্যান্ডটিভিতে দয়ানে নন্দিনীর চরিত্রে অভিনয় করেন।[৪][৫]
তিনি, ২০২০ সালে ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়-তে শিবানী ভাটিয়ার চরিত্রে অভিনয় করেন।[৬] তিনি, তারপর কসৌটি জিন্দেগি কে-তে তানিশা চক্রবর্তীর চরিত্রে অভিনয় করেন।[৭]
টেলিভিশন
সম্পাদনাবছর | অনুষ্ঠান | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০১৬ | বড় ভাইয়া কি দুলহানিয়া | অবনী পান্ত | |
চন্দ্রনন্দিনী | রাজকুমারী ছায়া | ||
২০১৭ | মেরি দুর্গা | আরতি সিংহানিয়া | |
২০১৮ | সাত ফেরো কি হেরা ফেরি | কামিনী জোশী ওরফে কাজো | |
বেপান্নাহ | বেলা কাপুর | ||
জিজি মা | শ্রাবণী পুরোহিত/ পিয়ালী সেহগাল | ||
২০১৮-২০১৯ | দায়ান | নন্দিনী | |
২০২০ | ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় | অ্যাডভোকেট শিবানী ভাটিয়া | |
কসৌটিই জিন্দেগি কে | তানিশা চক্রবর্তী | ||
অ্যায় মেরে হামসাফর | পায়েল শর্মা | ||
২০২১ | বিগ বস ওটিটি | প্রতিযোগী | উচ্ছেদ দিবস ৮/৪২ |
ওয়েব
সম্পাদনাবছর | অনুষ্ঠান | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০২১ | পাঞ্চ বিট মৌসুম ২ | মীরা | [৮] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Cyril, Grace (২৯ নভেম্বর ২০২১)। "Who is Urfi Javed and why is everyone talking about her?"। India Today।
- ↑ "Urfi Javed sets hearts racing with these bold pictures"। Times of India (ইংরেজি ভাষায়)।
- ↑ "Meri Durga actors Urfi Javed and Vicky Ahuja join &TV's Daayan"। Tellychakkar (ইংরেজি ভাষায়)। ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "This actress is all set to enter Jennifer Winget and Harshad Chopda's Bepannaah"। India Today (ইংরেজি ভাষায়)।
- ↑ "Charu Asopa replaces Urfi Javed in 'Jiji Maa'"। The Times of India।
- ↑ "Yeh Rishta Kya Kehlata Hai: Urfi Javed to enter as Trisha's lawyer"। ABP Live (ইংরেজি ভাষায়)। ২৩ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Urfi Javed to enter Kasautii Zindagii Kay post leap"। ABP Live (ইংরেজি ভাষায়)। ৩ মার্চ ২০২০।
- ↑ Sana Farzeen (২৯ জুন ২০২১)। "Puncch Beat 2 first impression: The curse of second season takes down Siddharth Sharma-Priyank Sharma show"। indianexpress.com। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২১।