উর্ধ্বাধ চাষ ব্যবস্থা
উর্ধ্বাধ কৃষি বা ভার্টিকেল ফার্মিং' (ইংরেজি: vertical farming) হলো উল্লম্ব বা উর্ধ্বাধভাবে স্তূপকৃত স্তরে খাদ্য ও ঔষধ উৎপাদনের একটি ব্যবস্থা। উর্ধ্বাধ কৃষির আধুনিক ব্যবস্থায় আভ্যন্তরীণ চাষ ব্যবস্থা ও কনট্রোল্ড-এনভায়রনমেন্সট অ্যাগরিকালচার (সিইএ) বেশি ব্যবহৃত হয়, যেখানে পরিবেশের বিষয়গুলো নিয়ন্ত্রণ করা যায়। এ ফ্যাসিলিটিগুলো আলোর, পরিবেশের (শৈত্য, উষ্ণতা, বায়ু...) কৃত্রিম নিয়ন্ত্রণ, ও ফার্টিগেশন করে থাকে। কিছু ভার্টিকেল ফার্ম গ্রিনহাউজের মত প্রযুক্তির ব্যবহার করে, যেখানে কৃত্রিম প্রজ্জ্বলন ও ধাতব প্রতিবিম্বের মাধ্যমে প্রাকৃতিক সূর্যকিরণ উদ্দীপিত করা যায়।[১][২]
জল-চাষ ব্যবস্থায় এলইডি বাতিসমূহ সূর্যকিরণ উদ্দীপিত করে। সবগুলো গাছ যাতে একই পরিমাণের আলো, জল ও পুষ্টি উপাদান পায় তা সফটওয়্যারগুলো নিশ্চিত করে। ভাল ব্যবস্থাপনায় কোন কীটনাশক বা উদ্ভিতনাশকের প্রয়োজন নেই।[৩]
তথসূত্র
সম্পাদনা- ↑ হুক্স, জন. ১৯৭৪. দ্যা গ্লাস হাউজ. ক্যামব্রিজ, মাস: এমআইটি প্রেস.
- ↑ পাতি, রঞ্জন; অ্যাবেলার, মাইকেল (২৭ মে ২০১৫)। "The Application and Optimization of Metal Reflectors to Vertical Greenhouses to Increase Plant Growth and Health (ভার্টিকেল গ্রিনহাউজে ধাতব প্রতিফলকের প্রয়োগ ও অপ্টিমাইজেশন)"। জার্নাল অব এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি: ৬৩–৭১। ডিওআই:10.18005/JAEB0302003। ৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৮।
- ↑ মার্কস, পল (১৫ জানুয়ারি ২০১৪)। "Vertical farms sprouting all over the world (বিশ্বব্যাপী ভার্টিকেল ফার্মের উদ্ভব)"। নিউ সায়েন্টিস্টস। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৮।