উর্ধ্বাধ চাষ ব্যবস্থা

উল্লম্ব বা উর্ধ্বাধভাবে স্তূপকৃত স্তরে খাদ্য ও ঔষধ উৎপাদনের একটি ব্যবস্থা।

উর্ধ্বাধ কৃষি বা ভার্টিকেল ফার্মিং' (ইংরেজি: vertical farming) হলো উল্লম্ব বা উর্ধ্বাধভাবে স্তূপকৃত স্তরে খাদ্য ও ঔষধ উৎপাদনের একটি ব্যবস্থা। উর্ধ্বাধ কৃষির আধুনিক ব্যবস্থায় আভ্যন্তরীণ চাষ ব্যবস্থা ও কনট্রোল্ড-এনভায়রনমেন্সট অ্যাগরিকালচার (সিইএ) বেশি ব্যবহৃত হয়, যেখানে পরিবেশের বিষয়গুলো নিয়ন্ত্রণ করা যায়। এ ফ্যাসিলিটিগুলো আলোর, পরিবেশের (শৈত্য, উষ্ণতা, বায়ু...) কৃত্রিম নিয়ন্ত্রণ, ও ফার্টিগেশন করে থাকে। কিছু ভার্টিকেল ফার্ম গ্রিনহাউজের মত প্রযুক্তির ব্যবহার করে, যেখানে কৃত্রিম প্রজ্জ্বলন ও ধাতব প্রতিবিম্বের মাধ্যমে প্রাকৃতিক সূর্যকিরণ উদ্দীপিত করা যায়।[][]

অভ্যন্তরীণ উর্ধ্বাধ চাষ ব্যবস্থায় লেটুস

জল-চাষ ব্যবস্থায় এলইডি বাতিসমূহ সূর্যকিরণ উদ্দীপিত করে। সবগুলো গাছ যাতে একই পরিমাণের আলো, জল ও পুষ্টি উপাদান পায় তা সফটওয়্যারগুলো নিশ্চিত করে। ভাল ব্যবস্থাপনায় কোন কীটনাশক বা উদ্ভিতনাশকের প্রয়োজন নেই।[]

তথসূত্র

সম্পাদনা
  1. হুক্স, জন. ১৯৭৪. দ্যা গ্লাস হাউজ. ক্যামব্রিজ, মাস: এমআইটি প্রেস.
  2. পাতি, রঞ্জন; অ্যাবেলার, মাইকেল (২৭ মে ২০১৫)। "The Application and Optimization of Metal Reflectors to Vertical Greenhouses to Increase Plant Growth and Health (ভার্টিকেল গ্রিনহাউজে ধাতব প্রতিফলকের প্রয়োগ ও অপ্টিমাইজেশন)"জার্নাল অব এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি: ৬৩–৭১। ডিওআই:10.18005/JAEB0302003। ৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৮ 
  3. মার্কস, পল (১৫ জানুয়ারি ২০১৪)। "Vertical farms sprouting all over the world (বিশ্বব্যাপী ভার্টিকেল ফার্মের উদ্ভব)"নিউ সায়েন্টিস্টস। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৮