উরানোস (পৌরাণিক চরিত্র)

(উরানোস থেকে পুনর্নির্দেশিত)

ইউরেনাস বা উরানোস (/ˈjʊərənəs/ or /jʊˈrnəs/; প্রাচীন গ্রিক Οὐρανός, Ouranos [oːranós] অর্থ "আকাশ" বা "স্বর্গ") আকাশ ও স্বর্গের আদি গ্রিক দেবতা। তার রোমান পুরাণের সমমান দেবতা সালুসপ্রাচীন গ্রিক সাহিত্যে, ইউরেনাস বা আকাশ পিতা ধরিত্রী দেবী গাইয়ার স্বামী ও পুত্র ছিল। হেসিয়দ অনুযায়ী, একা গাইয়াই ইউরেনাসকে গর্ভে ধারণ করেছিল, কিন্তু অন্যান্য উৎস তার পিতা হিসেবে আইথাকে উদ্ধৃতি করে।[]

ইউরেনাস
আকাশের আদি দেবতা
মোজাইকে তেরার (গ্রিক গাইয়া) সাথে আয়ন-ইউরেনাস
আবাসআকাশ
ব্যক্তিগত তথ্য
মাতাপিতাগাইয়া বা
ইথার এবং গাইয়া বা
আইথা এবং হেমেরা বা
Nyx[]
সহোদরপোন্তুস এবং উরেয়া
সঙ্গীগাইয়া
সন্তানতিতান, কাইক্লোপ্স, মালিয়ে, ইরিনেইস, গিগান্তেস, শতভুজ দৈত্য এবং আফ্রোদিতে[]
রোমান সমকক্ষসালুস

বেশিরভাগ গ্রিকই তাকে মৌলিক দেবতা হিসেবে গণ্য করে। দার্শনিক কিকেরোর মতানুযায়ী উরানোস আইথার ও হেমেরার সন্তান। অর্ফিউসের শ্লোকে তাকে রাত্রির দেবী নিক্সের পুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালে গাইয়ার চক্রান্তে তার পুত্র ক্রোনুসের দ্বারা সিংহাসনচ্যুত হন। উরানোসের ঔরসে গাইয়ার গর্ভে তিন জন শতভুজ দৈত্য, তিন জন কাইক্লোপ্সসহ বারোজন তিতান জন্মগ্রহণ করে।

  1. See Hesiod, Theogony 188, but in Homer's Iliad (5.370), Aphrodite is the daughter of Zeus (mythology) and Dione.
  2. "Uranus : Greek protogenos god of the sky ; mythology ; pictures : Ouranos"। Theoi.com। ১ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৪ 
  3. "AETHER: Greek protogenos god of upper air & light ; mythology : AETHER"। Theoi.com। 

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা