উমাইর ইবনে আবু ওয়াক্কাস
উমাইর ইবন আবী ওয়াক্কাস (মৃত্যু- ২য় হিজরি) মুহাম্মাদের একজন সাহাবা ছিলেন। তিনি ইরানবিজয়ী সাদ ইবনে আবি ওয়াক্কাসের সহোদর ছিলেন ।[১]
নাম ও বংশ পরিচয়
সম্পাদনাতার সংক্ষিপ্ত নাম উমাইর । পিতার নাম আবু ওয়াক্কাস । মাতার নাম হামনা বিনতু সুফিয়ান।
ইসলাম গ্রহণ
সম্পাদনাউমাইরের বড় ভাই সা’দ ইবন আবী ওয়াক্কাস ও উমাইর ইসলামের সূচনা পর্বেই ইসলাম গ্রহণ করেন । এরপর উমাইর ইবনে আবু ওয়াক্কাস মাত্র ১৪ বছর বয়সে হিজরত করে মদীনায় পৌঁছেন। নবী মুহাম্মাদ মদীনার আবদুল আশহাল গোত্রের সর্দার হযরত সাদ ইবন মুয়াজের ছোট ভাই আমর ইবন মুয়াজের সাথে তার ধর্মীয় ভাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। তারা দুজনই প্রায় সমবয়সী ছিলেন।
যুদ্ধে অংশগ্রহণ
সম্পাদনাহিজরী ২য় সনে বদর যুদ্ধের সময় উমাইর তার বড় ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস এর সাথে যুদ্ধে যেতে চান কিন্তু বয়স কম দেখে মুহাম্মাদ বাঁধা প্রদান করেন। পরে উমাইর ইবনে আবু ওয়াক্কাসের প্রচণ্ড আগ্রহ দেখে তিনি অনুমতি দেন।
উমাইর যুদ্ধের এক পর্যায়ে আমর ইবন আবদে উদ্দ এর তরবারির আঘাতে মাত্র ১৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন ।[২]
মৃত্যু
সম্পাদনাউমাইর ইবনে আবী ওয়াক্কাস ২য় হিজরির বদরের যুদ্ধে ১৬ বছর বয়সে আমর ইবন আবদে উদ্দ-এর তরবারির আঘাতে মৃত্যুবরণ করেন ।