উবুন্টু এজ

মোবাইল ফোন অপারেটিং সিস্টেম

উবুন্টু এজ হল ক্যানোনিকাল লিমিটেড কর্তৃক প্রস্তাবিত হাই কনসেপ্ট স্মার্টফোন। ২২ জুলাই ২০১৩ থেকে প্রায় চল্লিশ হাজার ফোন তৈরীর উদ্দেশ্যে ক্যানোনিকাল লিমিটেড সাধারণ মানুষের কাছে থেকে তহবিল সংগ্রহের আবেদন জানিয়ে আসছে। মাত্র এক মাসের প্রচারনায় আজ পর্যন্ত সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত তিন কোটি বিশ লাখ মার্কিন ডলারের সর্ববৃহৎ তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছিল। এই স্মার্টফোনটির ব্যাপক উৎপাদনে যাওয়ার কোন পরিকল্পনা ক্যাননিক্যালের নেই, এটি শুধুমাত্র স্মার্টফোন শিল্পের প্রযুক্তিগত উৎকর্ষের একটি প্রদর্শন মাত্র।

উবুন্টু এজ
উবুন্টু এজ
ব্র্যান্ডক্যানোনিকাল লিমিটেড
ধরনস্মার্টফোন
ফর্ম বিষয়াদিটাচস্ক্রিন
মাত্রা১২৪ মিমি (৪.৯ ইঞ্চি) H

৬৪ মিমি (২.৫ ইঞ্চি) W

৯ মিমি (০.৩৫ ইঞ্চি) D
অপারেটিং সিস্টেমউবুন্টু টাচ এবং এনড্রয়েড (ডুয়াল বুট)
মেমোরি৪ জিবি
সংরক্ষণাগার১২৮ জিবি
ব্যাটারিসিলিকন এনোড লি-আয়ন ব্যাটারি
তথ্য ইনপুটটাচস্ক্রিন
এক্সিলারেটোমিটার
জাইরোস্কোপ
জিপিএস
ব্যারোমিটার
ডিজিটাল কম্পাস
প্রক্সিমিটি সেন্সর
ডুয়াল মাইক্রোফোন
প্রদর্শন৪.৫ ইঞ্চি (১১০ মিমি) diagonal
1280×720px (326 ppi)
16:9 aspect-ratio
পিছন ক্যামেরাMP
optimized for low light photography
সম্মুখ ক্যামেরা2 MP
সংযোগ3.5 mm TRRS
Dual-LTE
GSM
GPS
MHL
Bluetooth 4
NFC
Wi-Fi 802.11a/b/g/n
অন্যান্যSapphire crystal display screen, stereo speakers

এই স্মার্টফোনটি একটি হাইব্রিড ডিভাইস হিসেবে নকশা করা হয়েছে। এটি যে শুধুমাত্র একটি স্মার্টফোন তাই নয়, মনিটর, কিবোর্ড এবং মাউস যুক্ত করলে এটি একটি গতানুগতিক উবুন্টু ডেক্সটপের মত কাজ করবে।[] এটিতে এনড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে ডুয়েল বুট সক্ষমতা রয়েছে।[]

তহবিল সংগ্রহ

সম্পাদনা

ক্যানোনিকালের এই ঘোষণার ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং মাত্র পাচ ঘণ্টার ব্যবধানে এক মিলিয়ন মার্কিন ডলার মাইলফলক ছুয়ে ফেলে।[] কিছু মতামত দানকারীর মতে অনেক স্মার্টফোন অপারেটিং সিস্টেম বাজারে বিদ্যমান থাকায় এই স্মার্টফোনের বাজার সম্ভাবনা অস্পস্ট এবং গ্রাহকেরা স্মার্টফোনকে একটি ডেক্সটপ হিসেবে ব্যবহার করবে এমন চাহিদার নজিরও বিরল। ৮২৫ মার্কিন ডলার খরচের বিপরীতে প্রথম দিককার ফোনগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছিল ৬০০ মার্কিন ডলার। তবে অনেক পরিবর্তনের পর ৮ আগস্টে এর চূরান্ত মূল্য নির্ধারণ করা হয় ৬৯৫ মার্কিন ডলার।[]

ক্যাম্পেইনের ৮ দিন বাকী থাকতেই ১৪ আগস্টে এই প্রকল্প ১০ মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের মাইলফলক ছুয়ে ফেলে।[] ১৫ আগস্টেই এই ক্যাম্পেইনটি এযাবৎকালে ক্রাউডফান্ডিং এর মাধ্যমে সর্বোচ্চ তহবিল সংগ্রহের রেকর্ড গড়ে। তবে ক্যাম্পেইনের এক মাস অতিবাহিত হওয়ার পর ৩,২০,০০,০০০ মার্কিন ডলারের কক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র ১,২৮,০৯,৯০৬ মার্কিন ডলার সংগ্রহ করতে সমর্থ হয়।[]

প্রযুক্তিগত বিবরন

সম্পাদনা

উবুন্টু এজ একটি প্রস্তাবিত উচ্চ মর্গের স্মার্টফোন যাকে অনেকেই সুপারফোন বলে অবিহিত করেছেন।[][] এই ফোনে একাধিক কোরের প্রসেসর এবং কমপক্ষে চার জিবি র‍্যাম থাকবে।[][][১০] এর অভ্যন্তরিন ডাটা ধারনক্ষমতা ১২৮ জিবি এছাড়াও একটি মাইক্রো-সিম স্লটও থাকবে। পেছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরা হবে ২ মেগাপিক্সেল। এর ডিসপ্লে হবে ৪.৫ ইঞ্চি এবং একটি সিলিকন এনোড লি-আয়ন ব্যাটারির মাধ্যমে এর শক্তি সরবরাহের ব্যবস্থা করা হবে।

সফটওয়্যারের দিক থেকে এটি উবুন্টু টাচ এবং এনড্রয়েড দুটি অপারেটিং সিস্টেমেই বুট করতে সক্ষম হবে। ক্যাম্পেইন অণুশারে এটিই হবে বিশ্বে প্রথম ফোন যা দুটি ভিন্ন অপারেটিং সিস্টেমে বুট করতে পারবে যা স্মার্টফোন শিল্পে একেবারেই একটি নতুন ধারণা।[১১] এছাড়াও এটিই হবে পৃথিবীর প্রথম স্মার্টফোন যাকে একটি মনিটর এবং কিবোর্ডের সাথে সংযোগ করলে একটি ডেস্কটপ কম্পিউটারের কাজ করবে।

বহিঃসংযোগ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Kelion, Leo (২২ জুলাই ২০১৩)। "Ubuntu Edge smartphone seeks $32m of crowdfunded cash"BBC News। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৩ 
  2. Ubuntu Edge : Bringing Magic To the Smartphone ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ আগস্ট ২০১৩ তারিখে. Top Net Tools, Retrieved 28 July 2013.
  3. Souppouris, Aaron (২২ জুলাই ২০১৩)। "Can the internet raise $32 million to build the Ubuntu Edge smartphone?"The Verge। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৩ 
  4. Romain Dillet (8 August 2103)। "Ubuntu Edge Price Drops Again, Canonical Now Needs Even More Backers To Succeed"। TechCrunch।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  5. Koetsier, John. (August 14, 2013). "Glorious failure: Ubuntu Edge passes $10M on Indiegogo." Retrieved August 14 2013.
  6. "Canonical announcement on Indigogo"। Indiegogo। ২২ আগস্ট ২০১৩। 
  7. "Canonical Launch $32 Million Ubuntu Phone Crowdfunding Campaign"। OMG! Ubuntu!। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৩ 
  8. Miot, Stephanie, “Canonical Crowdsourcing $32M for Ubuntu Edge 'Superphone', PC Magazine, 22 July 2013
  9. "Ubuntu Edge"। Indiegogo। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৩ 
  10. "Canonical Reveals Ubuntu Edge Superphone Technical Specifications"। Softpedia। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৩ 
  11. "Ubuntu Edge Will Be the First Phone to Dual-Boot Between Different OSes"। Softpedia। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৩