উপাত্ত সুরক্ষা আইন, ২০২২
তথ্য নিরাপত্তা আইন বাংলাদেশে গ্রাহকের তথ্য ও নিরাপত্তা বিষয়ক আইনের প্রথম খসড়া। আইনটির খসড়া প্রকাশের পর থেকেই দেশি-বিদেশি নানা সংগঠন ও সংস্থা আইনটির সমালোচনা করছে।[১][২][৩][৪][৫][৬][৭][৮][৯][১০][১১][১২][১৩]
উপাত্ত নিরাপত্তা আইনের প্রধান সমালোচনা এর প্রয়োগ ব্যাপক দ্ব্যর্থতাযুক্ত, যেমন রাষ্ট্রদ্রোহীতাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। এতে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর মতো ব্যাপক অপপ্রয়োগের সম্ভাবনা আছে। এছাড়া বাংলাদেশে যেকোনো পরিমাণ সেবা দেওয়া হলেই কোনো প্রতিষ্ঠানকে তথ্য কর্মকর্তা নিয়োগের কথা বলা হয়েছে এতে ব্যবসা করার খরচ বাড়বে এবং সরকারি বিভিন্ন চাপের সম্মুখীন হতে পারে প্রতিষ্ঠানগুলো, যেমনটা হয়েছে ভারতের ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগের পরে সরকারবিরোধী লেখা টুইটার থেকে সরানোর সময়।
'অনলাইন ফ্রিডম অ্যান্ড বিজনেস ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ' নামক এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস উল্লেখ করেন প্রস্তাবিত ডেটা সুরক্ষা আইনের (ডিপিএ) কারণে কোটি কোটি বাংলাদেশির ব্যবহৃত ২ হাজারেরও বেশি স্টার্টআপকে ব্যবসা ছেড়ে দিতে হতে পারে বলে।[১৪]
প্রতিক্রিয়া
সম্পাদনাঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বলেন, "অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনার ক্ষেত্রে যদি কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের তৈরি করা কনটেন্ট বা বিষয়বস্তুর কারণে অপরাধের দায় নিয়ে ফৌজদারি আইনের মুখোমুখি হতে হয়, তাহলে তারা এখানে তাদের ব্যবসায় বিনিয়োগ করা থেকে বিরত থাকবে। এর পরিণতি বাংলাদেশের জন্য খুবই নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”[১৪]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ডেস্ক, প্রথম আলো। "বাংলাদেশে নতুন 'ডাটা সুরক্ষা আইনে' ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকিতে: অ্যামনেস্টি"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Desk, News; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। "New Bangladesh data protection bill threatens people's right to privacy: Amnesty"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৮।
- ↑ "Bangladesh's upcoming Data Protection Act may suppress, not protect, citizens rights"। Global Voices (ইংরেজি ভাষায়)। ২০২১-১০-২৩। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৮।
- ↑ Mahmood, Shahzeb (২০২১-০৯-১৩)। "Bangladesh's new data protection act: brittle shield or blunt sword?"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৮।
- ↑ "Personal Data Protection in Bangladesh and GDPR"। Bangladesh Journal of Legal Studies (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-২৫। ২০২২-০৫-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৯।
- ↑ "Bangladesh: New data protection bill threatens people's right to privacy"। Amnesty International (ইংরেজি ভাষায়)। ২০২২-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৯।
- ↑ ডেস্ক, প্রথম আলো। "'উপাত্ত সুরক্ষা আইন' উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হবে"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২।
- ↑ "উপাত্ত সুরক্ষা আইন ডিএসএর মতো নিবর্তনমূলক হবে, আশঙ্কা টিআইবির"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২।
- ↑ "উপাত্ত সুরক্ষা আইন" (পিডিএফ)।
- ↑ প্রতিবেদক, নিজস্ব; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "উপাত্ত সুরক্ষা আইন: 'গোপনীয়তা খর্বের' আশঙ্কা টিআইবির"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২২-০৫-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২।
- ↑ "উপাত্ত সুরক্ষা আইন, ২০২২ (খসড়া) || পর্যালোচনা ও সুপারিশ" (পিডিএফ)।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ আফরিন, শেখ সাবিহা আলম,সুহাদা। "ডিজিটাল জগৎ 'নিয়ন্ত্রণে' কঠোর সরকার"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ আফরিন, সুহাদা। "দেশের উপাত্ত দেশে রাখা নিয়ে উদ্বেগ কেন"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০২।
- ↑ ক খ "ডেটা সুরক্ষা আইনের কারণে ২ হাজারেরও বেশি স্টার্টআপ ব্যবসা ছাড়তে পারে: মার্কিন দূত"। tbsnews। ৬ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩।