উনিশে এপ্রিল (চলচ্চিত্র)
চলচ্চিত্র
উনিশে এপ্রিল (ইংরেজি ভাষায়: 19th April) ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাংলা চলচ্চিত্র যা ১৯৯৪ সালে মুক্তি পায়। এটি পরিচালকের হাতে দ্বিতীয় চলচ্চিত্র। এ ছবিতে মা এবং কন্যার মধ্যকার একটি সংবেদনশীল সম্পর্ক চিত্রায়িত হয়েছে।[১] ছবিটি কোনো ধরনের আউটডোর শ্যুটিং দৃশ্য, নাচ-গানের দৃশ্য না থাকার পরেও এটি বক্স অফিস হিট করে।
উনিশে এপ্রিল | |
---|---|
পরিচালক | ঋতুপর্ণ ঘোষ |
প্রযোজক | ঋতুপর্ণ ঘোষ |
রচয়িতা | ঋতুপর্ণ ঘোষ |
শ্রেষ্ঠাংশে | অপর্ণা সেন দেবশ্রী রায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দীপঙ্কর দে |
সুরকার | জ্যোতিষ্ক দাসগুপ্ত |
চিত্রগ্রাহক | সুনীস্মল মজুমদার |
মুক্তি | ১৯৯৪ |
স্থিতিকাল | ১৩৮ মিনিট |
ভাষা | বাংলা |
চরিত্রসমূহ
সম্পাদনা- অপর্ণা সেন - সরোজিনী গুপ্ত (বাবলি)
- দেবশ্রী রায় - ডা. অদিতি সেন (মিঠু)
- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় - সুদীপ, অদিতির প্রেমিক
- দীপঙ্কর দে - সোমনাথ
পুরস্কার
সম্পাদনাভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৯৯৫
- গোল্ডেন লোটাস তথা সেরা চলচ্চিত্র - ঋতুপর্ণ ঘোষ
- সেরা অভিনেত্রী - দেবশ্রী রায়
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Unishe April"। Aparna Sen, Debashree Roy, Dipankar Dey, Chitra Sen।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে উনিশে এপ্রিল (ইংরেজি)