উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (পূর্বনাম: উদয়ন বিদ্যালয়) বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৬,৯৬০ বর্গফুট এলাকার উপর প্রতিষ্ঠিত।[]

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
অবস্থান
মানচিত্র
ফুলার রোড, ঢাকা

স্থানাঙ্ক২৩°৪৩′৪৬″ উত্তর ৯০°২৩′৩৩″ পূর্ব / ২৩.৭২৯৪৩২° উত্তর ৯০.৩৯২৪৮২° পূর্ব / 23.729432; 90.392482
তথ্য
ধরনবেসরকারি
প্রতিষ্ঠাকাল১৯৫৫
ইআইআইএন১০৮৩৫৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষমুহাম্মদ আরিফুর রহমান
শ্রেণি১ম-১২শ
শিক্ষার্থী সংখ্যাআনু. ৪,৫০০ জন
ভাষাবাংলা ও ইংরেজি
শিক্ষায়তন৩০,০০০ বর্গফুট (০.৬৯ একর)
ক্যাম্পাসের ধরনশহুরে
রংমনোগ্রাম
    লাল ও সাদা
পোশাক
    সাদা ও নীল
সংবাদপত্রউদয়ন বুলেটিন
ওয়েবসাইটudayan.edu.bd

অবস্থান

সম্পাদনা

এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুলার রোডে অবস্থিত।

ইতিহাস

সম্পাদনা
 
বিদ্যালয় প্রাঙ্গন

১৯৫৫ সালের জুন মাসে স্থাপিত এই বিদ্যালয় ঢাকা ইংলিশ প্রিপারেটরি স্কুল নামে যাত্রা শুরু করে। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে নিবন্ধনক্রমে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয় এবং নাম পরিবর্তিত হয়ে উদয়ন বিদ্যালয় নামে নামকরণ করা হয়। ১৯৫৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বিদ্যালয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের পাশে অবস্থিত ছিল যা ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগ্ননাথ হলের পাশে ৩/৩ ফুলার রোডে স্থানান্তরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুদানে প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠানটি বেসরকারী প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। এর বর্তমান ভবনের নির্মাণ কাজ শেষ হয় ১৯৮৮ সালে। প্রতিষ্ঠানটি স্কুল থেকে কলেজে রূপান্তরিত হয় ১৯৯৮ সালে।[]

প্রতিষ্ঠান প্রধান

সম্পাদনা
  • এস আর এল মারিয়া (১৯৫৫ – ১৯৫৯)
  • দিল আফরোজ হক (১৯৫৯ – ১৯৬১)
  • কে রশিদ (১৯৬১ – ১৯৬২)
  • নাজমা আতাহার (১৯৬২ – ১৯৬৩)
  • জেরিনা আলীম (১৯৬৪ – ১৯৬৭)
  • হালিমা কবীর (১৯৬৭ – ১৯৭২)
  • ডোরা রহমান (১৯৭২ – ১৯৭৮)
  • মমতাজ হোসেন (১৯৭৮ – ১৯৮২)
  • কিশোয়ার রহমান (১৯৮২)
  • সেলিমা খান (১৯৮২ – ১৯৮৯)
  • শ্যামলী নাসরিন চৌধুরী (১৯৮৯ – ২০০২)
  • মুহাম্মদ আরিফুর রহমান (২০০২)
  • সৈয়দ এবিএম আশরাফ-উজ-জামান (২০০২ – ২০০৬)
  • খালেদা হাবীব (২০০৬ – ২০১১)
  • উম্মে সালেমা বেগম (২০১২ – ২০২০)
  • জহুরা বেগম (২০২০ – ২০২৪)
  • মুহাম্মদ আরিফুর রহমান (২০২৪ - বর্তমান)

উল্লেখযোগ্য শিক্ষার্থী

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. খালেদা হাবীব (২০১২)। "উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. উদয়ন বার্ষিকী ২০০০।

বহিঃসংযোগ

সম্পাদনা