উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (পূর্বনাম: উদয়ন বিদ্যালয়) বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৬,৯৬০ বর্গফুট এলাকার উপর প্রতিষ্ঠিত।[১]
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
ফুলার রোড, ঢাকা | |
স্থানাঙ্ক | ২৩°৪৩′৪৬″ উত্তর ৯০°২৩′৩৩″ পূর্ব / ২৩.৭২৯৪৩২° উত্তর ৯০.৩৯২৪৮২° পূর্ব |
তথ্য | |
ধরন | বেসরকারি |
প্রতিষ্ঠাকাল | ১৯৫৫ |
ইআইআইএন | ১০৮৩৫৫ |
অধ্যক্ষ | মুহাম্মদ আরিফুর রহমান |
শ্রেণি | ১ম-১২শ |
শিক্ষার্থী সংখ্যা | আনু. ৪,৫০০ জন |
ভাষা | বাংলা ও ইংরেজি |
শিক্ষায়তন | ৩০,০০০ বর্গফুট (০.৬৯ একর) |
ক্যাম্পাসের ধরন | শহুরে |
রং | মনোগ্রাম লাল ও সাদা পোশাক সাদা ও নীল |
সংবাদপত্র | উদয়ন বুলেটিন |
ওয়েবসাইট | udayan |
অবস্থান
সম্পাদনাএটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুলার রোডে অবস্থিত।
ইতিহাস
সম্পাদনা১৯৫৫ সালের জুন মাসে স্থাপিত এই বিদ্যালয় ঢাকা ইংলিশ প্রিপারেটরি স্কুল নামে যাত্রা শুরু করে। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে নিবন্ধনক্রমে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয় এবং নাম পরিবর্তিত হয়ে উদয়ন বিদ্যালয় নামে নামকরণ করা হয়। ১৯৫৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বিদ্যালয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের পাশে অবস্থিত ছিল যা ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগ্ননাথ হলের পাশে ৩/৩ ফুলার রোডে স্থানান্তরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুদানে প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠানটি বেসরকারী প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। এর বর্তমান ভবনের নির্মাণ কাজ শেষ হয় ১৯৮৮ সালে। প্রতিষ্ঠানটি স্কুল থেকে কলেজে রূপান্তরিত হয় ১৯৯৮ সালে।[২]
প্রতিষ্ঠান প্রধান
সম্পাদনা- এস আর এল মারিয়া (১৯৫৫ – ১৯৫৯)
- দিল আফরোজ হক (১৯৫৯ – ১৯৬১)
- কে রশিদ (১৯৬১ – ১৯৬২)
- নাজমা আতাহার (১৯৬২ – ১৯৬৩)
- জেরিনা আলীম (১৯৬৪ – ১৯৬৭)
- হালিমা কবীর (১৯৬৭ – ১৯৭২)
- ডোরা রহমান (১৯৭২ – ১৯৭৮)
- মমতাজ হোসেন (১৯৭৮ – ১৯৮২)
- কিশোয়ার রহমান (১৯৮২)
- সেলিমা খান (১৯৮২ – ১৯৮৯)
- শ্যামলী নাসরিন চৌধুরী (১৯৮৯ – ২০০২)
- মুহাম্মদ আরিফুর রহমান (২০০২)
- সৈয়দ এবিএম আশরাফ-উজ-জামান (২০০২ – ২০০৬)
- খালেদা হাবীব (২০০৬ – ২০১১)
- উম্মে সালেমা বেগম (২০১২ – ২০২০)
- জহুরা বেগম (২০২০ – ২০২৪)
- মুহাম্মদ আরিফুর রহমান (২০২৪ - বর্তমান)
উল্লেখযোগ্য শিক্ষার্থী
সম্পাদনা- শামীম হায়দার পাটোয়ারী– রাজনীতিবিদ
- অভিজিৎ রায়– ব্লগার
- তারানা হালিম– অভিনেত্রী
- সাদেকা হালিম– অধ্যাপক
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ খালেদা হাবীব (২০১২)। "উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ উদয়ন বার্ষিকী ২০০০।
বহিঃসংযোগ
সম্পাদনা