উত্তর পূর্ব দিল্লি জেলা
উত্তর পূর্ব দিল্লি হল ভারতের দিল্লির এগারোটি প্রশাসনিক জেলার একটি। জেলাটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। উত্তর পূর্ব দিল্লির পশ্চিমে যমুনা নদী, উত্তর ও পূর্বে গাজিয়াবাদ জেলা, দক্ষিণে পূর্ব দিল্লি এবং পশ্চিম দিকে যমুনাসহ উত্তর দিল্লি রয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদের কারণে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গা হয়। দাঙ্গায় ২৭ জন মারা যায় এবং শতাধিক আহত হয়। [২]
উত্তর পূর্ব দিল্লি | |
---|---|
জেলা | |
দেশ | ভারত |
রাজ্য | দিল্লি |
সদরদফতর | সিলামপুর |
সরকার | |
• ধরন | প্রশাসনিক বিভাগ |
• লোকসভা কেন্দ্র | উত্তর পূর্ব দিল্লি |
• বিধানসভা কেন্দ্র | কারাওয়াল নগর, মুস্তফাবাদ, সিলামপুর, গোকালপুর, বুড়ারি, টিমারপুর |
আয়তন | |
• জেলা | ৬২ বর্গকিমি (২৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• জেলা | ২২,৪১,৬২৪ |
• জনঘনত্ব | ৩৬,১৫৫/বর্গকিমি (৯৩,৬৪০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ২২,২০,০৯৭ |
• গ্রামীণ | ২১,৫২৭ |
জনসংখ্যাতাত্ত্বিক | |
• জনসংখ্যা বৃদ্ধি | ২৬.৭৮% |
• সাক্ষরতা | ৮৩.০৯% |
• লিঙ্গানুপাত | ৮৮৬ |
ভাষা | |
• প্রাতিষ্ঠানিক | হিন্দি, ইংরেজি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
ওয়েবসাইট | Official Website |
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাবছর | জন. | ব.প্র. ±% |
---|---|---|
১৯৬১ | ৩৮,১৫৫ | — |
১৯৭১ | ১,৫৭,২৬২ | +১৫.২১% |
১৯৮১ | ৪,৮৭,৪৬৬ | +১১.৯৮% |
১৯৯১ | ১০,৮৫,২৫০ | +৮.৩৩% |
২০০১ | ১৭,৬৮,০৬১ | +৫% |
২০১১ | ২২,৪১,৬২৪ | +২.৪% |
উৎস:[৩] |
২০১১ সালের আদমশুমারি অনুসারে, উত্তর পূর্ব দিল্লির জনসংখ্যা ছিল ২২,৪১,৬২৪, যা মোটামুটি লাতভিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সমান। [৪][৫] জনসংখ্যায় এটি ভারতের জেলাগুলির মধ্যে ২০২ তম (মোট ৬৪০টির মধ্যে )। জেলার জনসংখ্যার ঘনত্ব হল ৩৬,১৫৫ জন প্রতি বর্গকিলোমিটারে (৯৩,৬৪০ জন/বর্গমাইল)। ২০০১-২০১১ এর দশকে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল ২৬.৭৮%। উত্তর পূর্ব দিল্লিতে লিঙ্গের অনুপাত হল প্রতি ১০০০ জন পুরুষের বিপরীতে ৮৮৬ জন মহিলা, এবং সাক্ষরতার হার হল ৮৩.০৯%।
শহর ও গ্রাম
সম্পাদনাউত্তর পূর্ব দিল্লিতে নিম্নলিখিত শহরগুলি আছে:[৬]
- যমুনা বিহার
- ঘোন্ডা
- ব্রহ্মপুরী
- জাফরাবাদ
- মৌজপুর
- বাবর পুর
- দয়াল পুর
- কারাওয়াল নগর
- গোকাল পুর
- সোনিয়া বিহার
- মন্ডলী
- সাবলী
- নন্দ নগরী
- সুন্দর নগরী
- সীমাপুরি
- গৌতমপুরী
- দিলশাদ বাগান
- জিওয়ান পুর (জোহরী পুর)
- খাজুরি খাস
- মীর পুর তুর্ক
- মুস্তাফাবাদ
- সাদাত পুর গুজরান
- ব্রিজ পুরী
- নতুন উসমানপুর
- ভজনপুর
- অশোক নগর
- হর্ষ বিহার
উত্তর-পূর্ব দিল্লির গ্রামগুলিকে তিনটি প্রশাসনিক গ্রামে বিভক্ত করা হয়েছে: শাহদারার কোন উপ-গ্রাম নেই, সীমা পুরলের একটি উপ-গ্রাম, মন্ডোলি এবং সেলাম পুরের বারোটি উপ-গ্রাম রয়েছে:[৭]
- বদর পুর খদর
- পুর দিল্লি
- পুর শাহদারা
- সভাপুর দিল্লি
- সভাপুর শাহদার
- বাকিয়াবাদ
- সদত পুর মুসালমানান
- বিহারী পুর
- শেরপুর
- গড়ি মেন্ডু
- তুখমির পুর
- খান পুর ধানী
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "North East Delhi District : Census 2011 data"। Census Organisation of India। ২০১১। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৩।
- ↑ "9 Dead In Delhi Clashes; Government Rules Out Calling Army, Say Sources"। NDTV.com (ইংরেজি ভাষায়)। ২৫ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ Decadal Variation In Population Since 1901
- ↑ "District Census 2011" (ইংরেজি ভাষায়)। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population" (ইংরেজি ভাষায়)। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
Latvia 2,204,708 July 2011 est.
- ↑ "2001 Census of India: List of Towns by District: Delhi" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। Registrar General & Census Commissioner, India। পৃষ্ঠা 1।
- ↑ "2001 Census of India: List of Villages by District and Tehsil: Delhi" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। Registrar General & Census Commissioner, India। পৃষ্ঠা 2–3।