উত্তরা পশ্চিম থানা

বাংলাদেশের ঢাকা শহরের একটি থানা

উত্তরা পশ্চিম থানা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের উত্তরায় অবস্থিত একটি থানা। এটি উত্তরা উপশহরের ১১ নং সেক্টরে অবস্থিত।[]

এই থানা ৪ সেপ্টেম্বর, ২০১২ সালে উত্তরা পূর্ব থানার (পূর্ববর্তী নাম উত্তরা থানা) দায়িত্বভার কমাতে প্রতিষ্ঠা করা হয়।[]

এই থানার আয়তন ৮ বর্গকিলোমিটার (৩.১ বর্গমাইল)। থানাটি আব্দুল্লাহপুর, বাউনিয়া, কামারপাড়া, বাটুলিয়া, রসদিয়া এবং উত্তরার ৩, ৫, ৭, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নং সেক্টর নিয়ে গঠিত।[]

নতুন থানা হওয়ার পর এলাকার জন্য এর ভবন নির্মাণের জন্য জমি না থাকায় সরকার একটি ভবন ভাড়া নেয়। কিন্তু ভবনটি আবাসিক এলাকার ভেতরে অবস্থিত হওয়া নতুন থানা ভবনটি অপর্যাপ্ত হওয়ায় এর কার্যক্রমে অসুবিধা সৃষ্টি চলমান। এছাড়া থানা ভবনের আশেপাশে যানজটের সৃষ্টি হয়ে থাকে। এই জন্য থানা দপ্তরকে সোনারগাঁও জনপথের ৩০ কাঠা জমিতে নতুন ভবন নির্মাণ করে সেখানে স্থানান্তর করার দাবিতে ২০২২ সালে উত্তরা কল্যাণ সমিতি আন্দোলন করে। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান দাবির স্বপক্ষে সুপারিশ করে ১৯ অক্টোবর ২০২২ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তৎকালীন চেয়ারম্যান আনিছুর রহমান মিঞাকে ডিও লেটার প্রেরণ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "উত্তরা পশ্চিম থানার যাত্রা শুরু"বিডি নিউজ টোয়েন্টিফোর। ২২ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২১ 
  2. "Uttara gets new police station"দ্যা ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। 
  3. "উত্তরায় এখন দুই থানা"কালের কণ্ঠ 
  4. "উত্তরা পশ্চিম থানা ভবনের জন্য জমি বরাদ্দের দাবিতে মানবন্ধন"বাংলাদেশ জার্নাল। ২২ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২৪