উত্তরবঙ্গ সাহিত্য সম্মিলনী

বাঙালি সাহিত্য পরিষদ

রংপুর সাহিত্য পরিষদ বিংশ শতাব্দীর গোড়ার দিকে প্রতিষ্ঠিত একটি বাঙালি সাহিত্যে পরিষদ।

রংপুর সাহিত্য পরিষদ
গঠিত১৯০৫
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা

ইতিহাস

সম্পাদনা

রংপুর সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯০৫ সালের এপ্রিল মাসে রংপুর জেলায়। এটি প্রতিষ্ঠা করেছিলেন জমিদার মৃত্যুঞ্জয় রায়চৌধুরী এবং সুরেন্দ্র চন্দ্র রায়চৌধুরী।সদস্য ছিলেন মহারাজা মনীন্দ্র চন্দ্র নন্দী, মহারাজা রাজেন্দ্র নারায়ণ, মহারাজা জিতেন্দ্র নারায়ণ, মহারাজা জগদীন্দ্র নাথ রায়, এবং যুবরাজ শরৎ কুমার রাই ছিলেন। প্রথম সভাপতি ছিলেন রাজা মহিমা রঞ্জন রায়চৌধুরী। প্রথম সেক্রেটারি ছিলেন সুরেন্দ্র চন্দ্র রায়চৌধুরী পরে তাঁর পুত্র সৌমেন্দ্র কুমার রায়চৌধুরীের স্থলাভিষিক্ত হন। পরিষদটি রংপুর সাহিত্য পরিষদ পত্রিকা নামে একটি ত্রৈমাসিক সংবাদপত্র প্রকাশ করেছিল, প্রথম সংখ্যাটি ১৯০৬ সালের অক্টোবরে প্রকাশিত হয়েছিল। পরিষদটির একটি জাদুঘর ছিল যাতে বাংলা, আসাম এবং তিব্বতের বিরল নিদর্শন রয়েছে। ১৯৫০ সালে পাকিস্তান সরকার কর্তৃক জমিদারি ব্যবস্থা বিলুপ্ত করার পরে এই পরিষদটি বন্ধ হয়ে যায়। পত্রিকাটির কপি গুলো ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ধ্বংস করা হয়েছিল।[][][]

উত্তর বঙ্গ সাহিত্য সম্মিলনী

সম্পাদনা

উত্তরবঙ্গ ও আসামে অবস্থিত রংপুর সাহিত্য পরিষদের একটি আঞ্চলিক শাখা ছিল। এটির প্রথম সভাপতি ছিলেন বিচারপতি আশুতোষ চৌধুরী। সংস্থাটি ১৯১৩ সালে কাজ বন্ধ করে দেয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মোহাম্মদ মনিরুজ্জামান (২০১২)। "রঙ্গপুর সাহিত্য পরিষদ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. Das, Samir Kumar (২০১৮)। Migrations, Identities and Democratic Practices in India (ইংরেজি ভাষায়)। Taylor & Francis। আইএসবিএন 9781351175241। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮ 
  3. Khan, Muhammad Mojlum (২০১৩)। The Muslim Heritage of Bengal: The Lives, Thoughts and Achievements of Great Muslim Scholars, Writers and Reformers of Bangladesh and West Bengal (ইংরেজি ভাষায়)। Kube Publishing Ltd। পৃষ্ঠা 193। আইএসবিএন 9781847740625। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮ 
  4. মুহম্মদ মনিরুজ্জামান (২০১২)। "উত্তরবঙ্গ সাহিত্য সম্মিলনী"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743