উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র
উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ([Ўзбекистон Совет Социалистик Республикаси, Oʻzbekiston Sovet Sotsialistik Respublikasi] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য); [Узбекская Советская Социалистическая Республика, Uzbekskaya Sovetskaya Sotsialisticheskaya Respublika] ত্রুটি: {{Lang-xx}}: text has italic markup (সাহায্য)), সোভিয়েত ইউনিয়নের অন্যতম প্রজাতন্ত্র ছিল। এটি সোভিয়েত উজবেকিস্তান বা উজবেকিস্তান নামেও পরিচিত ছিল। ১৯২৪ সালে এই প্রজাতন্ত্র গঠিত হয়। সোভিয়েত কমিউনিস্ট পার্টির উজবেক শাখা সরকার পরিচালনা করেছে। এটি ১৯২৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত একমাত্র বৈধ রাজনৈতিক দল ছিল। ১৯৯০ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত প্রজাতন্ত্র সোভিয়েত ইউনিয়নের সার্বভৌম অংশ ছিল।
উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র Узбекская Советская Социалистическая Республика Ўзбекистон Совет Социалистик Республикаси | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১৯২৪-১৯৯১/৯২ | |||||||||||||
নীতিবাক্য: বুতুন দুনিও প্রোলেতারলারি, বিরলাশিঙ্গিজ Бутун дунё пролетарлари, бирлашингиз! "দুনিয়ার মজদুর এক হও" | |||||||||||||
জাতীয় সঙ্গীত: উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত | |||||||||||||
সোভিয়েত ইউনিয়নে উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের অবস্থান | |||||||||||||
রাজধানী | সমরকন্দ (১৯২৪-১৯৩০) তাশখন্দ (১৯৩০-১৯৩১) | ||||||||||||
প্রচলিত ভাষা | উজবেক, রুশ | ||||||||||||
সরকার | সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র | ||||||||||||
ফার্স্ট সেক্রেটারি | |||||||||||||
• ১৯২৫-১৯২৭ (প্রথম) | ভ্লাদিমির ইভানোভিচ ইভানোভ | ||||||||||||
• ১৯৮৯-১৯৯১ (শেষ) | ইসলাম করিমভ | ||||||||||||
সরকারপ্রধান | |||||||||||||
• ১৯২৪-১৯৩৭ (প্রথম) | ফয়জুল্লা খোদঝায়েভ | ||||||||||||
• ১৯৯০-১৯৯০ (শেষ) | শুকরুল্লো মিরসাইদোভ | ||||||||||||
রাষ্ট্রপ্রধান | |||||||||||||
আইন-সভা | সুপ্রিম সোভিয়েত | ||||||||||||
ইতিহাস | |||||||||||||
• প্রতিষ্ঠা | ২৭ অক্টোবর ১৯২৪ | ||||||||||||
• রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ঘোষণা | ২০ জুন ১৯৯০ | ||||||||||||
• স্বাধীনতা | ৩১ আগস্ট ১৯৯১ | ||||||||||||
• সম্পূর্ণ | ২৫ ডিসেম্বর ১৯৯১ | ||||||||||||
৮ ডিসেম্বর ১৯৯২ | |||||||||||||
আয়তন | |||||||||||||
১৯৮৯ | ৪,৪৭,৪০০ বর্গকিলোমিটার (১,৭২,৭০০ বর্গমাইল) | ||||||||||||
জনসংখ্যা | |||||||||||||
• ১৯৮৯ | 19906000 | ||||||||||||
কলিং কোড | 7 36/37/436 | ||||||||||||
| |||||||||||||
বর্তমানে যার অংশ | উজবেকিস্তান | ||||||||||||
১৯৯০ সালের ২০ জুন রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ঘোষণা করা হয়। ইসলাম করিমভ এর প্রথম রাষ্ট্রপতি হন। ১৯৯১ সালের ৩১ আগস্ট উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র নাম বদলে উজবেকিস্তান প্রজাতন্ত্র রাখা হয়। ১৯৯২ সালের ৮ ডিসেম্বর নতুন সংবিধান গৃহীত হয়।
ইতিহাস
সম্পাদনা১৯২৫ সালে মধ্য এশিয়ার রাজনৈতিক ইউনিটসমূহের সীমানা বদলে জাতিভিত্তিক সীমানা নির্ধারণ করা হয়। এসময় তুর্কিস্তান স্বায়ত্বশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, বুখারান প্রজাতন্ত্র ও খোয়ারিজম প্রজাতন্ত্র বিলুপ্ত করে তাদের অঞ্চলকে পাঁচটি পৃথক সোভিয়েত প্রজাতন্ত্রে বিভক্ত করা হয়। এর মধ্যে সোভিয়েত উজবেকিস্তান অন্যতম ছিল। পরের বছর উজবেক প্রজাতন্ত্রকে সোভিয়েত ইউনিয়নের অন্যতম প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। ১৯২৮ সালে রাষ্ট্রীয়ভাবে ভূমির অধিগ্রহণ শুরু হয় এবং তা ১৯৩০ এর দশক পর্যন্ত চালু ছিল।
১৯২৯ সাল পর্যন্ত উজবেক সোভিয়েত প্রজাতন্ত্রের মধ্যে তাজিক প্রজাতন্ত্র অন্তর্ভুক্ত ছিল। এরপর একেও সমান মর্যাদা দেয়া হয়। ১৯৩০ সালে উজবেক সোভিয়েত প্রজাতন্ত্রের রাজধানী সমরকন্দ থেকে স্থানান্তর করে তাশখন্দ করা হয়। ১৯৩৬ সালে উজবেক প্রজাতন্ত্রের সাথে কারাকালপাক স্বায়ত্ত্বশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র]] যুক্ত করা হয়।
১৯৩৭-৩৮ সালের দমন অভিযানের সময় বেশ কয়েকজন জাতীয়তাবাদিকে হত্যা করা হয়েছিল। প্রথম প্রধানমন্ত্রী ফয়জুল্লাহ খোজায়েভ তাদের অন্যতম।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুরক্ষার জন্য সোভিয়েত ইউনিয়নের অনেক শিল্পকে উজবেক প্রজাতন্ত্রে স্থানান্তর করা হয়। এসময় ব্যাপক সংখ্যক রুশ, ইউক্রেনীয় ও অন্যান্য জাতির জনগণ এসব কারখানায় যোগ দেয় ফলে প্রজাতন্ত্রের জনসংখ্যার বৈশিষ্ট্যে পরিবর্তন আসে। অক্ষশক্তির সহায়তা করছে এমন সন্দেহ হওয়ায় স্টালিন অনেক জাতিগত গোষ্ঠীকে এখানে স্থানান্তর করেছিলেন। তাদের মধ্যে বিপুল সংখ্যক জাতিগত কোরীয়, ক্রিমিয়ান তাতার ও চেচেন রয়েছে।
সোভিয়েত যুগে ইসলাম পালনের উপর বাধানিষেধ আরোপিত হয়। সরকার অনেক মসজিদ ও মাদ্রাসা বন্ধ করে দেয়।
১৯৬০ সালে দেশে তুলার উৎপাদন বৃদ্ধি পায়। এ উদ্দেশ্যে আমু দরিয়া থেকে প্রচুর পানি উত্তোলন করা হয় এবং পরবর্তীতে আরাল সাগরের বাস্তুতান্ত্রিক বিপর্যয় ঘটে।
১৯৯০ সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টি ছিল উজবেক প্রজাতন্ত্রের একমাত্র বৈধ রাজনৈতিক দল। দলের প্রধান সবসময় একজন উজবেক ছিলেন। শারোফ রশিদোভ ছিলেন সবচেয়ে দীর্ঘকাল ক্ষমতাসীন নেতা। তিনি ১৯৫৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দলের প্রধান ছিলেন। ১৯৮৯ সালে ইসলাম করিমোভ দলের নেতা হন। তিনি ১৯৯০ সালে রাষ্ট্রপতি হন। ১৯৯০ সালের জুন মাসে সুপ্রিম সোভিয়েত কর্তৃক রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ঘোষণা গ্রহণ করা হয়।
স্বাধীনতা
সম্পাদনা১৯৯১ সালের মার্চে অনুষ্ঠিত গণভোটে উজবেক প্রজাতন্ত্র অংশ নেয়। তবে ১৯৯১ সালের ১৯-২১ আগস্ট মস্কোয় অভ্যুত্থান চেষ্টার ফলে তা পাস হয়নি। এরপর উজবেক প্রজাতন্ত্রের নাম বদলে উজবেকিস্তান প্রজাতন্ত্র রাখা হয়। ১৯৯১ সালর ৩১ আগস্ট স্বাধীনতা ঘোষণা করা হয়। ২৬ ডিসেম্বর পর্যন্ত প্রজাতন্ত্র সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাষ্ট্র স্বাধীন হয়।
পরিবর্তনসমূহ
সম্পাদনা- ১৯২৪-১০-২৭ঃ উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা
- ১৯২৯-১০-১৫ঃ তাজিক স্বায়ত্বশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র[১] ও খুজান্দের পার্শ্ববর্তী অঞ্চল বিচ্ছিন্ন করে তাজিক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র গঠিত হয়।
- ১৯৩৬-১২-০৫ঃ কারাকালপাক স্বায়ত্বশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের সাথে যোগ দেয়।
- ১৯৬৩-০২-১৬ঃ সির দরিয়া ওবলাস্ত গঠিত।[২]
- ১৯৭৩-১২-২৯: ঝিঝাক ওবলাস্তকে সমরকন্দ ওবলাস্ত থেকে আলাদা করা হয়[১]
- ১৯৮১: নাভই ওবলাস্তকে বুখারা ওবলাস্ত থেকে আলাদা করা হয়।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Uzbekistan Regions. Statoids.com.
- ↑ Syr Darya Oblast definition of Syr Darya Oblast in the Free Online Encyclopedia. Encyclopedia2.thefreedictionary.com.
বহিঃসংযোগ
সম্পাদনা