উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশন
উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Federation of Uganda Football Associations; এছাড়াও সংক্ষেপে এফইউএফএ নামে পরিচিত) হচ্ছে উগান্ডার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩৬ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩৭ বছর পর ১৯৬১ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে।[৩][৪] এই সংস্থার সদর দপ্তর উগান্ডাের রাজধানী কাম্পালায় অবস্থিত।
ক্যাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯২৪[১] |
সদর দপ্তর | কাম্পালা, উগান্ডা |
ফিফা অধিভুক্তি | ১৯৬০[১] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৬১[২] |
সভাপতি | মোসেস মাগোগো |
সহ-সভাপতি | জাস্টাস মুগিশা |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি উগান্ডার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে উগান্ডা প্রিমিয়ার লীগ, এফইউএফএ বিগ লীগ, উগান্ডা কাপ এবং উগান্ডা সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মোসেস মাগোগো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওয়াটসন এডগার সুবি।
কর্মকর্তা
সম্পাদনা- ২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | মোসেস মাগোগো |
সহ-সভাপতি | জাস্টাস মুগিশা |
সাধারণ সম্পাদক | ওয়াটসন এডগার সুবি |
কোষাধ্যক্ষ | ডেকোলাস কিজা |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | আহমেদ হুসেইন |
প্রযুক্তিগত পরিচালক | আলি মোয়েবে |
ফুটসাল সমন্বয়কারী | সামুয়েল মপিমা |
জাতীয় দলের কোচ (পুরুষ) | জনি ম্যাককিনস্ট্রি |
জাতীয় দলের কোচ (নারী) | ফারিদাহ বুলেগা |
রেফারি সমন্বয়কারী | জন ক্রিজেস্টম কালিবালা |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০।
- ↑ CAF and FIFA, 50 years of African football - the DVD, 2009, CAF Correspondence 13 March 1961
- ↑ "Uganda"। FIFA। ২০১৩-১২-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১২-২৯।
- ↑ "Uganda"। CAF। সংগ্রহের তারিখ ২০১৩-১২-২৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ জুলাই ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি)
টেমপ্লেট:উগান্ডা-এ ফুটবল টেমপ্লেট:উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশন